কয়েক মাস আগে ভারতে লঞ্চ হয়েছিল Realme 5 আর Realme 5 Pro। এই সিরিজে ভারতে নতুন ফোনে লঞ্চ করতে চলেছে Realme। কয়েক দিনের মধ্যেই চারতে আসতে পারে Realme 5s। ভারত ও থাইল্যান্ডে RMX1925 মডেল নম্বরে নতুন Realme ফোন সার্টিফিকেশন পেয়েছে। অর্থাৎ কয়েক দিনের মধ্যেই এই ফোন নিয়ে হাজির হবে চিনের কোম্পানিটি। Realme 5 ফোনে সামান্য উন্নতি করে লঞ্চ হবে Realme 5s। যদিও ঠিক কবে এই ফোন লঞ্চ হবে জানা যায়নি।
স্টক অ্যানড্রয়েডের অভিজ্ঞতা দিতে Realme ফোনে আসছে ColorOS 7
সম্প্রতি থাইল্যান্ডে NBTC আর ভারতে BIS সার্টিফিকেশন পেয়েছে Realme 5s। অর্থাৎ শীঘ্রই দুই দেশে লঞ্চ হবে এই স্মার্টফোন। ভারতে RMX1925 মডেল নম্বরে লঞ্চ হবে Realme 5s।
NBTS লিস্টিং থেকে জানা গিয়েছে Realme 5s নামে লঞ্চ হবে এই ফোন। যদিও এই দুই সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে Realme 5s ফোনের কোন ফিচার জানা যায়নি। তবে কয়েক মাস আগে লঞ্চ হওয়া Realme 5 ফোনের সাথেই নতুন ফিচার যোগ করে বাজারে আসবে Realme 5s।
ডিসপ্লের নীচে ডুয়াল সেলফি ক্যামেরা, স্মার্টফোন জগতে বিপ্লব Xiaomi -র
চলতি বছর লঞ্চ হওয়া Realme 5 ফোনে একটি 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে ছিল। Realme 5 ফোনের ভিতরে রয়েছে Snapdragon 665 চিপসেট, 4GB RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। এই ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরায় 12 মেগাপিক্সেল সেন্সর থাকছে। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Realme 5 ফোনে 13 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এই ফোনে রয়েছে একটি 5,000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন