শুক্রবার ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে Realme C2। এপ্রিল মাসে Realme 3 Pro এর সাথেই লঞ্চ হয়েছিল এই ফোন। Realme 1 এর মতো Realme C2 এর পিছনে থাকছে ডায়মন্ড কাট ফিনিশ। Realme C2 ফোনে থাকছে 19.5:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে আর ডিসপ্লের উপরে থাকছে ওয়াটারড্রপ স্টাইল নচ। এই ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P22 চিপসেট আর 3GB RAM। 16GB আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে Realme C2 পাওয়া যাবে।
2GB RAM আর 16GB স্টোরেজে Realme C2 এর দাম 5,999 টাকা। 3GB RAM আর 32GB স্টোরেজে Realme C2 কিনতে 7,999 টাকা খরচ হবে। ডায়মন্ড ব্ল্যাক আর ডায়মন্ড ব্লু কালারে পাওয়া যাবে এই স্মার্টফোন। শুক্রবার দুপুর 12 টায় Flipkart আর Realme অনলাইন স্টোরে এই ফোন পাওয়া যাবে।
ডুয়াল সিম Realme C2 তে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ColorOS 6.0 স্কিন। Realme C2 তে থাকছে একটি 6.1 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ফোনের ভিতরে থাকছে একটি MediaTek Helio P22 চিপসেট, 3GB পর্যন্ত RAM আর 32GB পর্যন্ত স্টোরেজ।
Realme C2 ফোনের ডুয়াল রিয়ার ক্যামেরায় থাকছে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। এছাড়াও সেলফি তোলার জন্য এই ফোনে একটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করেছে Realme। দুটি ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট। 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় ফোনের ফেস আনলক কাজ করবে।
কানেক্টিভিটির জন্য Realme C2 তে থাকছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v4.2, GPS/ A-GPS, Micro-USB আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন