Realme C2 এর ভিতরে থাকছে MediaTek Helio P22 চিপসেট আর 3GB RAM। Redmi 7 আর Samsung Galaxy M10 এর মতো বাজেট স্মার্টফোনের সাথে প্রতিযোগিতায় ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন।
8,000 টাকার আশেপাশে লঞ্চ হবে নতুন Realme C2। এই মুহুর্তে Ralme C1 এর দাম শুরু হচ্ছে 6,999 টাকা থেকে। Realme C1 (2019) এর দাম শুরু হচ্ছে 7,499 টাকা থেকে।