বছরের শেষে আরও দুটি Realme ফোন লঞ্চ ঘিরে টেক দুনিয়ায় জল্পনা তুঙ্গে। শীঘ্রই লঞ্চ হতে চলেছে Realme C3 আর Realme 5i। সম্প্রতি সিঙ্গাপুরের এক ওয়েবসাইটে এই দুই ফোনের খবর সামনে এসেছে।
সম্প্রতি ট্যুইটারে সুধাংশু আমভোরে IMDA ওয়েবসাইটের স্ক্রিনশট প্রকাশ করে Realme C3 ফোনের অস্তিত্ব প্রকাশ করেছেন। ‘RMX1941' মডেল নম্বরের এই ফোনে থাকছে LTE সাপোর্ট। আগামী বছরের শুরুর দিকে এই ফোন লঞ্চ করবে Realme। এই মুহূর্তে Realme-র বাজেট ফোন Realme C2 ফোনের আপডেট হিসাবে লঞ্চ হবে Realme C3। যদিউও এই বাজেট ফোনের কোন স্পেসিফিকেশন সামনে আসেনি।
অন্যদিকে ‘RMX2030' মডেল লম্বরে সামনে এসেছে Realme 5i। সম্প্রতি ওয়াই-ফাই অ্যালায়েন্স সার্টিফিকেশন ওয়েবসাইটেও একই মডেল নম্বরে এই ফোনের খবর সামনে এসেছিল। এই ফোনেও থাকছে LTE সাপোর্ট। যদিও এর থেকে বেশি তথ্য জানা যায়নি। ইতিমধ্যেই Realme 5 সিরিজে তিনটি ফোন রয়েছে ভারতে। এই ফোনগুলি হল Realme 5 Pro, Realme 5s আর Realme 5। এবার এই সিরিজের লঞ্চ হবে এই সিরিজের চতুর্থ ফোন Realme 5i।
2020 সালে ভারতে লঞ্চ হতে পারে Realme C3 আর Realme 5i।
আরও পড়ুন:
Xiaomi-কে টেক্কা দিতে 108MP ক্যামেরার স্মার্টফোন আনছে Realme
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন