Amazon, Flipkart আর Realme.com থেকে নতুন সেল শুরু করল Realme। 30 জুন পর্যন্ত চলবে Realme Leap Days Sale। এই সেলে Realme ওয়েবসাইট থেকে স্মার্টফোন কিনলে 15 শতাংশ MobiKwik ক্যাশব্যাক পাওয়া যাবে। Flipkart থেকে পাওয়া যাবে নো-কস্ট ইএমআই এর সুবিধা। এছাড়াও মাত্র 99 টাকা থেকে শুরু হচ্ছে কমপ্লিট মোবাইল প্রোটেকশন প্ল্যান।
এই সেলে 5,999 টাকায় পাওয়া যাবে Realme C2। শুক্রবার দুপুর 12 টায় Flipkart আর Realme.com থেকে এই ফোনের ফ্ল্যাশ সেল শুরু হবে। সাথে থাকছে এক্সচেঞ্জ অফার, নো-কস্ট ইএমআই।
8,999 টাকা আর 13,999 টাকায় পাওয়া যাবে Realme 3 আর Realme 3 Pro। সাথে থাকছে ছয় মাস পর্যন্ত নো কস্ট ইএমআই এর সুবিধা। ICICI ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা পাবেন অতিরিক্ত 5 শতাংশ ছাড়।
8,999 টাকায় পাওয়া যাবে Realme 2 এর 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্ট। 6,999 টাকায় পাওয়া যাবে Realme C1। 10,490 টাকায় পাওয়া যাচ্ছে Realme 2 Pro।
Amazon.in থেকে 1,000 টাকা সস্তা হয়েছে Realme U1। 8,999 টাকা থেকে এই ফোনের দাম শুরু হচ্ছে। Citi Bank ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকদের জন্য থাকছে অতিরিক্ত 5 শতাংশ ছাড়।
এই সেলে মাত্র 99 টাকায় Realme 3, Realme 3 Pro আর Realme C2 ফোনে কমপ্লিট মোবাইল প্রোটেকশন দিচ্ছে Flipkart।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন