মঙ্গলবার লঞ্চ হবে Realme X2 Pro। গত কয়েক সপ্তাহ ধরে একের পর এক টিজার প্রকাশ করে বাজার গরম করার কাজ চালিয়েছিল Realme। ইতিমধ্যেই Realme X2 Pro ফোনের প্রায় সব ফিচার সামনে এসেছে। আপাতত চিনে এই ফোন লঞ্চ হলেও ভারতে Realme প্রধান মাধব শেঠ জানিয়েছেন ডিসেম্বর মাসের মধ্যে ভারতে আসবে Realme X2 Pro। এই ফোনের ভিতরে থাকবে Snapdragon 855+ চিপসেট, 12GB RAM, 256GB স্টোরেজ, 4,000 mAh ব্যাটারি।
64MP ক্যামেরা, শক্তিশালী চিপসেট আর চোখ ধাঁধানো ডিসপ্লে সহ লঞ্চ হল Realme X2 Pro
মঙ্গলবার বেজিংয়ে এক ইভেন্টে Realme X2 Pro ফোন লঞ্চ হবে। বিভিন্ন রিপোর্ট থেকে জানা গিয়েছে 3,000 ইউয়ানের (প্রায় 30,000 টাকা) আশেপাশে লঞ্চ হবে এই ফোন। 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে Realme X2 Pro। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 50W ফাস্ট চার্জ সাপোর্ট।
এটাই নতুন Redmi K30, চোখ ধাঁধানো ফিচারগুলি দেখে নিন
Realme X2 Pro সম্ভাব্য স্পেসিফিকেশন
Realme X2 Pro ফোনে থাকছে 12GB RAM আর 256GB UFS 3.0 স্টোরেজ। এর সাথে থাকছে 4,000 mAh ব্যাটারি আর 50W ফাস্ট চার্জ সাপোর্ট। মাত্র 30 মিনিট 53 সেকেন্ডে এই ফোনের ব্যাটারি 0 থেকে 100 শতাংশ চার্জ হবে।
এছাড়াও Realme X2 Pro ফোনে থাকছে ডুয়াল ব্যান্ড ওয়াই ফাই, এনএফসি, ডুয়াল ফ্রিকোয়েন্সি জিপিএস।
Realme X2 Pro ফোনে থাকবে Snapdragon 855+ চিপসেট, 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে, কোয়াড রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে Realme X2 Pro। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 50W ফাস্ট চার্জ সাপোর্ট।
OnePlus এর থেকেও কম দামে বাজারে আসছে নতুন iPhone
Realme X2 Pro ফোনে পপ-আপ সেলফি ক্যামেরা থাকছে না। বদলে এই ফোনে ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ স্টাইল নচ। ডিসপ্লের পাশে থাকছে পাতলা বেজেল। সম্প্রতি ফাঁস হওয়া ছবিতে দেখা গিয়েছে এই ফোনে কার্ভড ডিসপ্লের বদলে ফ্ল্যাট ডিসপ্লে ব্যবহার করেছে Realme।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন