চলতি বছরেই লঞ্চ হতে পারে Redmi K30। এই বছরের শুরুতে মিডরেঞ্জ সেগমেন্টে বাজারে এসেছিল Redmi K20। সেই ফোনের উত্তরসূরি Redmi K30। চলতি বছরেই Redmi K30 লঞ্চ হলেও আগামী বছর লঞ্চ হতে পারে Redmi K30 Pro। Redmi K30 ফোনে 5G কানেক্টিভিটি থাকছে। Redmi K20 ফোনে পপ-আপ সেলফি ক্যামেরা ব্যবহার হয়েছিল। তবে Redmi K30 ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে। Samsung Galaxy S10 সিরিজের ফোনে একই ধরনের ডিসপ্লে ব্যবহার হয়েছিল।
সম্প্রতি সুধাংশু আমভোরে জানিয়েছেন চলতি বছরেই লঞ্চ হতে পারে Redmi K30। অন্যদিকে 2020 সালে লঞ্চ হবে Redmi K30 Pro। যদিও ঠিক কবে এই ফোনগুলি বাজারে আসবে সেই বিষয়ে নির্দিষ্ট তথ্য সামনে আসেনি।
ইতিমধ্যেই Redmi প্রধান লু ওয়েইবিং সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন Redmi K30 ফোনে 5G কানেক্টিভিটি থাকবে। চলতি বছর মে মাসে লঞ্চ হয়েছিল Redmi K20 আর Redmi K20 Pro। এই সিরিজের প্রথম আপগ্রেড হিসাবে লঞ্চ হবে Redmi K30 আর Redmi K30 Pro।
যদিও Redmi K30 ফোনে কোন চিপসেট ব্যবহার হবে জানা যায়নি। এই মুহূর্তে খুব অল্প সংখ্যক চিপসেটে 5G কানেক্টিভিটি রয়েছে। এর মধ্যে অন্যতম MediaTek Helio M70। চলতি বছর মে মাসে এই চিপসেট লঞ্চ হয়েছিল।
আরও পড়ুন:
এসে গেল Huawei Y9s, নতুন ফোনের ফিচারগুলি দেখে নিন
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন