সম্প্রতি চিনের বাজারে লঞ্চ হয়েছিল Honor 9X। চিনের বাইরে Huawei Y9s নামে লঞ্চ হল এই স্মার্টফোন। ইতিমধ্যেই Huawei অফিশিয়াল ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে। যদিও কবে এই ফোন লঞ্চ হবে জানা যায়নি। Huawei Y9s ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা আর গ্রেডিয়েন্ট ফিনিশ। ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি পপ-আপ ক্যামেরা।
Honor 9X এর সাথে নতুন Huawei Y9s ফোনে স্পেসিফিকেশনে অনেক মিল রয়েছে। Huawei Y9s ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির EMUI 9.1 স্কিন। এই ফোনে রয়েছে একটি 6.59 ইঞ্চি FHD+ TFT LCD ডিসপ্লে। এই ফোনে রয়েছে Kirin 710F চিপসেট। সাথে থাকছে 6GB RAM আর 128GB স্টোরেজ।
Huawei Y9s ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Huawei Y9s ফোনে একটি 16 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা থাকছে।
Huawei Y9s ফোনের ভিতরে 4,000 mAh ব্যাটারি থাকবে। কোম্পানির দাবি এই ফোনে টানা 40 ঘণ্টা ফোনে কথা বলা যাবে। এছাড়াও 9 ঘণ্টা মিউজিক প্লে ব্যাক আর 80 ঘণ্টা ভিডিও প্লে ব্যাক সাপোর্ট থাকছে। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে Bluetooth 4.2, Wi-Fi 802.11 b/g/n, USB Type-C, GPS/ A-GPS, Glonass। দুটি রঙে পাওয়া যাবে নতুন Huawei Y9s। নতুন এই স্মার্টফোনের আয়তন 163.1x77.2x8.8 মিমি। আর ওজন 206 গ্রাম।
আরও পড়ুন:
নতুন রঙে বাজারে এল Redmi Note 8 Pro
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন