RedmiK30 সিরিজে তুলনামূলক কম দামে শীঘ্রই বাজারে আসতে চলেছে Redmi K30i।সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে এপ্রিলেই বাজারে আসতে পারে এই ফোন। আপাতত শুধুমাত্র চিনে এই ফোন পাওয়া যাবে। Redmi K30i-তে থাকবে 5G কানেক্টিভিটি। ক্যামেরা সেন্সর ছাড়া Redmi K30-র সঙ্গে এই ফোনের কোন পার্থক্য থাকছে না।
ITHome ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে Redmi K30i-তে 48 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। সম্প্রতি লঞ্চ হওয়া Redmi K30-তে 64 মেগাপিক্সেল ক্যামেরা ছিল। যদিও Redmi K30i-তে Sony না Samsung সেন্সর থাকবে জানা যায়নি। লঞ্চের পরে এটাই হবে কোম্পানির সবথেকে সস্তা 5G স্মার্টফোন।
লকডাউনের মধ্যে সস্তা হল OnePlus 7T Pro
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
চিনে Redmi K30i-এর দাম শুরু হতে পারে 1,799 ইউয়ান (প্রায় 19,500 টাকা থেকে)। চিনে Redmi K30 5G লঞ্চের সময় দাম ছিল 1,999 ইউয়ান (প্রায় 21,600 টাকা)। এছাড়াও জুনে 1,599 ইউয়ান (প্রায় 17,400 টাকা) দামে আরও একটি 5G ফোন আনতে পারে Xiaomi। Redmi Note 9 সিরিজে এই ফোন বাজারে আসতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন