OnePlus 7T Pro-র দাম কমানোর ঘোষণা করল চিনের কোম্পানিটি। এক ধাক্কায় 6,000 টাকা সরতা হয়েছে 2019 সালের ফ্ল্যাগশিপ।
OnePlus 7T Pro-তে পপ-আপ ক্যামেরা রয়েছে
সম্প্রতি ভারতে OnePlus 8 সিরিজের দাম ঘোষণা করেছে OnePlus। কয়েক ঘণ্টার মধ্যে OnePlus 7T Pro-র দাম কমানোর ঘোষণা করল চিনের কোম্পানিটি। এক ধাক্কায় 6,000 টাকা সরতা হয়েছে 2019 সালের ফ্ল্যাগশিপ। যদিও OnePlus 7T-র দাম কমায়নি কোম্পানিটি।
47,999 টাকা থেকে ভারতে OnePlus 7T Pro পাওয়া যাবে। গত বছর 53,999 টাকা থেকে এই ফোন লঞ্চ হয়েছিল। লঞ্চের পরে এই প্রথম সস্তা হল এই ফোন। লকডাউন শেষ হলে গোটা দেশে নতুন দামে এই ফোন বিক্রি শুরু করবে Amazon।
শুধুমাত্র হেজ ব্লু রঙে পাওয়া যাবে OnePlus 7T Pro।
ভারতে OnePlus 8 ও OnePlus 8 Pro-র দাম দেখে হাত কামড়াবেন মার্কিনিরা
OnePlus 7T Pro ফোনে থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা আর কার্ভড ডিসপ্লে। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে চলবে OxygenOS স্কিন। থাকছে একটি 6.67 ইঞ্চি QHD+ ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট থাকবে। ফোনের ভিতরে থাকছে Qualcomm Snapdragon 855+ চিপসেট 8GB RAM আর 256GB স্টোরেজ। OnePlus 7T Pro তে থাকছে 4,085mAh ব্যাটারি।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
OnePlus 7T Pro তে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সার। থাকছে অপ্টিকাল ও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান। 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সারের সাথে থাকবে 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স আর 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এই ক্যামেরায় 117 ডিগ্রি ভিউ পাওয়া যাবে। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে 16 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Ghost of Yotei Is Getting New Game Plus Mode in a Free Patch This Month
Vivo X200T Tipped to Launch Soon; Said to Be Similar to Vivo X200 FE With Few Hardware Changes