সম্প্রতি Samsung Galaxy S9 ফোনে জুলাই মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ পৌঁছেছিল। এর কয়েক দিন পরেই ভারতে Galaxy A30 ফোনে এই আপডেট পাঠাল Samsung। সফটওয়্যার ভার্সান A305FDDU2ASF3 এর হাত ধরে ভারতে Samsung Galaxy A30 ফোনে জুন মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ পৌঁছেছে। ভারতে Galaxy A30 ফোনের দাম শুরু হচ্ছে 15,490 টাকা থেকে। এই ফোনে থাকছে AMOLED ডিসপ্লে আর 4,000 mAh ব্যাটারি আর Exynos 7904 চিপসেট। এর সাথেই Android Pie অপারেটিং সিস্টেমের উপরেই থাকছে কোম্পানির নিজস্ব One UI স্কিন।
Samsung Galaxy A30 ফোনের সাম্প্রতিকতম আপডেটের সাইজ 198.25 MB। এই আপডেটে Galaxy A30 ফোনে একাধিক সুরক্ষা ফিচার যোগ হয়েছে। OTA আপডেটের মাধ্যমে সব Galaxy A30 ফোনে এই আপডেট পৌঁছে যাবে। ফোনের Settings > Software Update বিভাগে গিয়ে এই আপডেট ডাউনলোড করে ইনস্টল করা যাবে।
Galaxy A30 ফোনে রয়েছে 6.4 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Exynos 7904 চিপসেট, 4GB RAM, 64GB স্টোরেজ আর 4,000 mAh ব্যাটারি। থাকছে USB Type-C আর 15W ফাস্ট চার্জিং।
ছবি তোলার জন্য Galaxy A30 ফোনে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা। ফোনের পিছনে থাকছে 16 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের সামনে থাকছে 25 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন