Redmi শ্যাম্পেনে ডুবিয়ে সোনালী রঙের মোড়কে দমদার 5G স্মার্টফোন লঞ্চ করল
শ্যাম্পেন গোল্ড কালার ভেরিয়েন্টে Redmi Note 14 Pro 5G এর 8GB RAM + 128GB মডেলের দাম 22,999 টাকা। আর 8GB RAM + 256GB ভার্সনের মূল্য 24,999 টাকা। রেডমি নির্দিষ্ট ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহার করে কেনাকাটায় 1,000 টাকার ইনস্ট্যান্ট ব্যাংক ডিসকাউন্ট দিচ্ছে। এছাড়াও, নয় মাস পর্যন্ত নো কস্ট ইএমআই অপশনও রয়েছে।