Amazon Prime Day Sale উপলক্ষ্যে একাধিক নতুন স্মার্টফোন লঞ্চ করেছে Amazon। এছাড়াও নতুন রঙে বিক্রি শুরু হয়েছে একাধিক স্মার্টফোন। এবার নতুন ককটেল অরেঞ্জ রঙে পাওয়া যাচ্ছে Samsung Galaxy M40। নতুন এই ফোনের পিছনে থাকছে গ্রেডিয়েন্ট ফিনিশ। আপাতত শুধুমাত্র Amazon Prime মেম্বাররা ককটেল অরেঞ্জ Samsung Galaxy M40 কিনতে পারবেন।
6GB RAM আর 128GB স্টোরেজে Samsung Galaxy M40 কিনতে খরচ হবে 19,990 টাকা। প্রাইম ডে সেলে ককটেল অরেঞ্জ রঙে শুধুমাত্র Amazon.in থেকে কেনা যাবে Galaxy M40।
Samsung Galaxy M40 ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির OneUI স্কিন। এই ফোনে থাকছে একটি 6.3 ইঞ্চি FHD+ পাঞ্চ হোল Infinity-O ডিসপ্লে। Galaxy M40 ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 675 চিপসেট। সাথে থাকছে Adreno 612 GPU, 6GB RAM আর 128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Samsung Galaxy M40 ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 32 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অয়াঙ্গেল ক্যামেরা আর একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Samsung।
কানেক্টিভিটির জন্য Samsung Galaxy M40 ফোনে থাকছে 4G LTE, Wifi, Bluetooth, GPS আর একটি USB Type-C পোর্ট। ফোনের ভিতরে থাকছে একটি 3,500 mAh ব্যাটারি। সাথে থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট। ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন