সোমবার Amazon এ শুরু হয়েছে Prime Day Sale 2019। এই সেলে প্রথম বার মিরর ব্লু রঙে OnePlus 7 পাওয়া যাবে। 6GB RAM + 128GB স্টোরেজে নতুন রঙের OnePlus 7 পাওয়া যাবে।
শুরু হয়েছে 2019 সালের Amazon Prime Day Sale। 48 ঘন্টা ধরে এই সেল চলবে। শুধুমাত্র ভারত নয়, বিশ্বের একাধিক দেশে এই সেল নিয়ে এসেছে মার্কিন ই-কমার্স কোম্পানিটি।
15 জুলাই সোমবার শুরু হচ্ছে Amazon Prime Day Sale। 48 ঘন্টার এই সেলে স্মার্টফোন ও অন্যান্য গ্যাজেট ও অ্যাকসেসারিজ সহ Amazon -এ সব বিভাগে কয়েক লক্ষ প্রোডাক্ট সস্তা হবে।