Photo Credit: Apple
iPhone 16 ভারতে 79,900 টাকায় লঞ্চ হয়েছিল
iPhone 16 বিপুল ছাড়ে কেনার সুযোগ। ডিসকাউন্টের লড়াইয়ে মেতেছে Flipkart ও Amazon। কে কত বেশি ছাড় দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করতে পারে, সেই নিয়েই দেশের দুই বৃহত্তম অনলাইন শপিং প্ল্যাটফর্মের মধ্যে চলছে প্রতিযোগিতা। তাই অ্যামাজনের প্রাইম ডে সেলের পাল্টা দিতে ফ্লিপকার্ট এনেছে GOAT Sale 2025। আর সেখানেই iPhone 16 মডেলটির দাম প্রায় 10,000 টাকা কমেছে। আবার ফ্লিপকার্টের দেখাদেখি অ্যামাজনও ফোনটির দামের উপরে মোটা অঙ্কের ছাড় দিয়েছে। ফলে দারুণ ফায়দা হচ্ছে ক্রেতাদের। তবে এই অফার আর বেশি দিন চলবে না। তাই সময় থাকতে থাকতে অফারের লাভ নিন।
ভারতে iPhone 16 এর বেস 128 জিবি ভার্সন 79,900 টাকায় লঞ্চ করা হয়েছিল। এখন Flipkart GOAT Sale 2025-এর অংশ হিসেবে স্মার্টফোনটি মাত্র 69,999 টাকায় কেনা যাবে। লেটেস্ট আইফোন মডেলটির 256 জিবি ও 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টেও ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। 89,900 টাকায় লঞ্চ হওয়া 256 জিবি স্টোরেজ ভার্সন এখন 81,999 টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, 1,09,900 টাকার 512 জিবি মডেলটি 99,999 টাকায় পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, Flipkart GOAT Sale 2025 জুলাই 12 তারিখে Amazon Prime Day 2025 সেলের সাথে সাথেই শুরু হয়েছিল। এটি আগামীকাল, বৃহস্পতিবার (জুলাই 17) পর্যন্ত চলবে। সেল শেষ না হওয়া পর্যন্ত iPhone 16 কম দামে বিক্রি হতে পারে। দামের উপর ডিসকাউন্টের পাশাপাশি, গ্রাহকরা 3,000 টাকার অতিরিক্ত ব্যাংক অফারও পেতে পারেন। তবে এর জন্য কাছে নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ড থাকতে হবে।
অন্যদিকে, প্রাইম ডে সেল 2025 শেষ হলেও অ্যামাজনে আইফোন 16 এর বেস ভেরিয়েন্ট বর্তমানে বিক্রি হচ্ছে 73,500 টাকায়, যা লঞ্চ প্রাইসের তুলনায় 6,400 টাকা কম। এছাড়া, 256 জিবি এবং 512 জিবি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 83,500 টাকা এবং 99,900 টাকা। তবে শুধু ডাইরেক্ট ডিসকাউন্ট নয়, এর পাশাপাশি ব্যাংকের মাধ্যমে অতিরিক্ত ছাড়, এক্সচেঞ্জ অফার এবং ক্যাশব্যাক অফার দিচ্ছে মার্কিন ই-কমার্স জায়েন্টটি।
iPhone 16-তে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি + 12 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। সামনে একটি 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপলব্ধ। এতে 6.1 ইঞ্চি সুপার রেটিনা XDR OLED স্ক্রিন রয়েছে যা 1,179 x 2,556 পিক্সেল রেজোলিউশন, HDR10, ডলবি ভিশন, এবং সেরামিক শিল্ড গ্লাস প্রোটেকশন অফার করে। হ্যান্ডসেটটি 3 ন্যানোমিটারের Apple A18 চিপে চলে। এটি ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP68 রেটিং পেয়েছে। 6 মিটার পর্যন্ত গভীরতায় আধ ঘন্টা কাজ করতে সক্ষম। ফোনটিতে 3,561mAh ব্যাটারি রয়েছে। এটি 30 মিনিটে 50 শতাংশ চার্জ হয়৷ সাথে 25 ওয়াট ওয়্যারলেস চার্জিং (ম্যাগসেফ) সাপোর্ট উপলব্ধ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন