সোমবার Amazon এ শুরু হয়েছে Prime Day Sale 2019। এই সেলে প্রথম বার মিরর ব্লু রঙে OnePlus 7 পাওয়া যাবে। 6GB RAM + 128GB স্টোরেজে নতুন রঙের OnePlus 7 পাওয়া যাবে।
32,999 টাকা দামে মিরর ব্লু OnePlus 7 পাওয়া যাবে
মিরর ব্লু রঙে ভারতে বিক্রি শুরু হল OnePlus 7। সোমবার Amazon এ শুরু হয়েছে Prime Day Sale 2019। এই সেলে প্রথম বার মিরর ব্লু রঙে OnePlus 7 পাওয়া যাবে। 6GB RAM + 128GB স্টোরেজে নতুন রঙের OnePlus 7 পাওয়া যাবে। HDFC ব্যাঙ্ক গ্রাহকরা পাবেন অতিরিক্ত 10 শতাংশ ছাড়।
32,999 টাকা দামে মিরর ব্লু OnePlus 7 পাওয়া যাবে। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন বিক্রি করবে চিনের কোম্পানিটি। HDFC ব্যাঙ্ক গ্রাহকরা পাবেন অতিরিক্ত 1,750 টাকা ডিসকাউন্ট। এছাড়াও এক্সচেঞ্জে থাকছে 15,500 টাকা ছাড়।
OnePlus 7 ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে থাকছে কোম্পানির Oxygen OSস্কিন। OnePlus 7 ফোনে থাকবে একটি 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 855 চিপসেট। সাথে থাকবে 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।
ছবি তোলার জন্য OnePlus 7 এ থাকছে 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনের ওয়াটার ড্রপ নচ এ থাকছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য OnePlus 7 ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, NFC, GPS/ A-GPS আর USB Type-C (v3.1 Gen 1) পোর্ট। ফোনের ভিতরে থাকছে একটি 3,700 mAh ব্যাটারি আর 20W ফাস্ট চার্জ সাপোর্ট। এই ফোনে ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর থাকছে ফ্রন্ট ফেসিং ডুয়াল স্টেরিও স্পিকার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Vivo S50 Series Tipped to Launch Next Month With a Snapdragon Chip