Photo Credit: Apple
iPhone 16e লেটেস্ট Apple A18 প্রসেসরে চলে
Amazon Prime Day Sale 2025-এর চূড়ান্ত মুহূর্ত এসে উপস্থিত। আর কয়েক ঘন্টার মধ্যেই সমাপ্ত হবে এই বছর অ্যামাজনের অন্যতম বৃহত্তম এই শপিং ফেস্টিভ্যাল। জুলাই 14 থেকে শুরু হয়েছিল সেল, আর আজ তার শেষ দিন। স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, থেকে শুরু করে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিপুল ছাড়ে কেনার সুযোগ পেয়েছে প্রাইম মেম্বাররা। সেলের অন্তিম মুহূর্তে একাধিক প্রোডাক্ট আকর্ষণীয় ডিসকাউন্টে অফার করছে মার্কিন ই-কমার্স জায়েন্টটি, যার মধ্যে রয়েছে iPhone 16e। এটি 50,000 টাকারও কমে কেনা যাচ্ছে। সাধারণ ছাড়ের পাশাপাশি, অতিরিক্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফারও পেতে পারেন ক্রেতারা।
অ্যামাজন প্রাইম ডে সেল 2025-এ iPhone 16e এর 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টটি 49,999 টাকায় লিস্টেড আছে। তবে ব্যাঙ্কের অফার ধরে 47,999 টাকায় কিনতে পারবেন। অন্যদিকে, 512 জিবি স্টোরেজ 80,300 টাকায় বিক্রি হচ্ছে। পুরনো স্মার্টফোনের সাথে এক্সচেঞ্জ করলে 52,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু দিচ্ছে কোম্পানি। এক্সচেঞ্জ ডিসকাউন্ট ফোনের মডেল, বয়স, এবং বর্তমান অবস্থার উপর নির্ভর করবে।
উল্লেখ্য, সবচেয়ে সাশ্রয়ী মূল্যের এই আইফোন 59,900 টাকায় লঞ্চ হয়েছিল। সেই সময় 256 জিবি ও 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ছিল যথাক্রমে 69,900 টাকা ও 89,900 টাকা। সেলে অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে অতিরিক্ত 5 শতাংশ ছাড় পাবে ক্রেতারা। আবার নো-কস্ট ইএমআই প্রতি মাসে 8,333 টাকা থেকে শুরু হচ্ছে।
iPhone 16e-তে একটি 48-মেগাপিক্সেল পাওয়ারফুল রিয়ার ক্যামেরা এবং একটি 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। ফোনটি কম্প্যাক্ট আকারের জন্য পরিচিত৷ এতে 6.1 ইঞ্চি সুপার রেটিনা XDR OLED স্ক্রিন রয়েছে যা 1,170x2,532 পিক্সেল রেজোলিউশন, 60 হার্টজ রিফ্রেশ রেট, HDR10, এবং সেরামিক শিল্ড গ্লাস প্রোটেকশন অফার করে। হ্যান্ডসেটটি 3 ন্যানোমিটারের A18 চিপে চলে এবং 512GB পর্যন্ত স্টোরেজ রয়েছে। এটি ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP68 রেটিং পেয়েছে। 6 মিটার পর্যন্ত গভীরতায় আধ ঘন্টা কাজ করতে সক্ষম। এতে 4,005mAh ব্যাটারি রয়েছে যা 8W ওয়্যার্ড চার্জিং এবং 7.5W ওয়্যারলেস চার্জিং সমর্থন করে।
উল্লেখ্য, Amazon Prima Day Sale 2025 সেল আজ রাত 12টায় শেষ হবে। স্মার্টফোন এবং অ্যাক্সেসরিজে 40 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। ICICI এবং SBI কার্ড ব্যবহারকারীরা সরাসরি পেমেন্ট এবং EMI লেনদেনের উপর অতিরিক্ত 10 শতাংশ ছাড় পেতে পারেন। iPhone 16e ছাড়াও, iPhone 15 , iPhone 15 Plus, ও iPhone 16 Pro Max এই সেলে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন