Photo Credit: Apple
iPhone 15 এর সামনে 6.1 ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে রয়েছে
Amazon Prime Day 2025 সেলকে পাখির চোখ করে কম দামে মোবাইল ফোন কেনার জন্য উদগ্রীব হয়ে বসে আছে অসংখ্য ক্রেতা। এই শপিং ইভেন্ট প্রাইম মেম্বারদের জন্য জুলাই 12, শনিবার থেকে ভারতে চালু হতে চলছে। যেহেতু অ্যামাজন প্রাইম ডে 2025 সেলের আর ক'দিন মাত্র বাকি, তাই এখন থেকেই কোন কোন ফোনে কতটা ডিসকাউন্ট পাওয়া যাবে, তা জানিয়ে দিচ্ছে মার্কিন ই-কমার্স সংস্থাটি। এখন iPhone 15 এর ডিল প্রকাশ করেছে তারা। 2023 সালের সেপ্টেম্বরে লঞ্চ হওয়া আইফোনের এই মডেলটি সেল চলাকালীন 60,000 টাকারও কম দামে কিনতে পারবেন।
iPhone 15 ভারতে লঞ্চ হয়েছিল 79,900 টাকায়, যা ফোনটির 128 জিবি ভেরিয়েন্টের দাম ছিল। এটি অ্যামাজন প্রাইম ডে 2025 সেলে 57,249 টাকায় পাওয়া যাবে। অর্থাৎ অরিজিনাল প্রাইসের থেকে প্রায় 22,650 টাকা কম। তবে, ওই দামে ব্যাঙ্কের অফারও অর্ন্তভুক্ত করা আছে। পুরনো ফোন এক্সচেঞ্জ করতে চাইলে, বয়স ও মডেলের উপর নির্ভর করে সর্বাধিক 52,000 টাকা ছাড় মিলবে।
Amazon Pay ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে iPhone 15 কিনলে 5 শতাংশ বেশি ডিসকাউন্ট প্রযোজ্য হবে। উল্লেখ্য, বর্তমানে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের আইফোন 15 ভারতে অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইটে 69,900 টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, 256 জিবি ও 512 জিবি স্টোরেজ অপশন যথাক্রমে 79,900 টাকা এবং 99,900 টাকায় লিস্টেড আছে।
বর্তমানে অ্যামাজনে iPhone 15 কালো, নীল, সবুজ, গোলাপী এবং হলুদ রঙে পাওয়া যাচ্ছে। দাম 60,200 টাকা থেকে শুরু হচ্ছে। এই ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে, যা 48 মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা এবং 12 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর নিয়ে গঠিত। ফোনটির সামনে 6.1 ইঞ্চির সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে রয়েছে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, 12 মেগাপিক্সেল ক্যামেরা আছে। এটি IP68 ডাস্ট ও ওয়াটার রেজিট্যান্স অফার করে।
উল্লেখ্য, Amazon Prime Day 2025 সেলে আরেকটি ফ্ল্যাগশিপ ফোন, Samsung Galaxy S24 Ultra বিক্রি হবে 74,999 টাকায় (ব্যাঙ্ক অফার ধরে)। লঞ্চের সময়, স্মার্টফোনটির বেস 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজের দাম 1,29,999 টাকা ছিল। এই ফোনে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, QHD+ ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে ও Snapdragon 8 Gen 3 প্রসেসর রয়েছে।
অ্যামাজন প্রাইম ডে 2025 সেলে স্মার্টফোন এবং অ্যাক্সেসরিজে 40 শতাংশ পর্যন্ত ছাড় থাকছেই। পাশাপাশি, ল্যাপটপের দাম 40 শতাংশ পর্যন্ত কমবে। ICICI ও SBI ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীরা পেমেন্ট ও EMI লেনদেনের উপর অতিরিক্ত 10 শতাংশ ছাড় পেতে পারেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন