Photo Credit: Amazon
Amazon Prime Day 2025 সেল শুধুমাত্র প্রাইম সদস্যদের জন্য
Amazon Prime Day 2025 দেখতে দেখতে এসে গেল। ভারতে পুজোর মরসুমের আগে এটাই মার্কিন ই-কমার্স সংস্থাটির সবথেকে বড় সেল হবে বলে মনে করা হচ্ছে। 72 ঘন্টা বা তিন দিন ধরে চলা এই সেলের আগে, অনলাইন শপিং প্ল্যাটফর্মটি বেশ কিছু ডিলের কথা জানিয়েছে। শুধুমাত্র অ্যামাজন প্রাইম সদস্যদের জন্য এক্সক্সুসিভ এই সেলে স্মার্টফোন ও আনুষাঙ্গিক পণ্যের উপর 40 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট প্রদান করা হবে। গ্রাহকরা টিভি, অ্যাপ্লায়েন্স, অ্যামাজন ডিভাইস, ঘরোয়া এবং রান্নাঘরের জিনিসপত্র, আসবাবপত্র, ও পোশাক আসল দামের থেকে কমে কেনার সুযোগ পাবেন।
ই-কমার্স প্ল্যাটফর্মটি Amazon Prime Day 2025 সেলের অফারগুলি জানাতে শুরু করেছে। সংস্থাটি একটি মাইক্রোসাইট প্রকাশ করেছে যেখানে ডিল এবং ব্যাঙ্ক অফার সম্পর্কে বিস্তারিত দেখানো হয়েছে, যা জুলাই 12 থেকে শুরু হবে এবং জুলাই 14 শেষ হবে। অ্যামাজন উল্লেখ করেছে যে, প্রাইম ডে সেলে স্মার্টফোন ও অ্যাক্সেসরিজে 40 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। সেল চলাকালীন iPhone 15, Samsung Galaxy S24 Ultra, OnePlus 13s, এবং iQOO Neo 10R-এর দাম কমবে বলে নিশ্চিত করা হয়েছে।
72 ঘন্টার প্রাইম ডে সেলে OnePlus, Oppo, Honor, এবং Samsung-এর মতো ব্র্যান্ডের নতুন পণ্যও বিক্রি হবে। Samsung Galaxy M36 5G, OnePlus Nord 5, OnePlus Nord CE 5, Realme Narzo 80 Lite 5G, iQOO Z10 Lite 5G, Honor X9c, Oppo Reno 14 সিরিজ এবং Lava Storm Lite 5G সেলের সময় কেনার জন্য উপলব্ধ থাকবে।
ICICI এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (SBI) সাথে হাত মিলিয়ে ক্রেডিট কার্ড এবং EMI লেনদেনের মাধ্যমে করা পেমেন্টে 10 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট প্রদান করবে অ্যামাজন। আবার ICICI ব্যাংকের ডেবিট কার্ড ব্যবহার করে করা কেনাকাটাতেও ছাড় পাওয়া যাবে। এছাড়াও, 24 মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই অফার, অ্যামাজন পে-ভিত্তিক ছাড় এবং এক্সচেঞ্জ অফার থাকবে। তদুপরি, Amazon Pay ICICI ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অতিরিক্ত ছাড় পাবেন।
অ্যামাজন প্রাইম ডে সেলে ল্যাপটপে 40 শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ট্যাবলেট ও স্পিকারে 60 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে। ওয়্যারেবল ডিভাইস, ক্যামেরা এবং অন্যান্য প্রোডাক্ট 50 শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। 44,999 টাকার পরিবর্তে 28,999 টাকায় বিক্রি হবে Samsung Galaxy Tab S9 FE। ল্যাপটপের মধ্যে HP OmniBook 5, Asus Vivobook 15, এবং Acer Aspire Lite এর দামও কমবে।
সনি, স্যামসাং, এলজি, টিসিএল এবং শাওমির মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ডদের টিভিতে 65 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। হোম অ্যাপ্লায়েন্সেও 65 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রাইম ডে সেলে Amazon নিজেদের তৈরি পণ্যের দাম কমানোর বিষয়টিও নিশ্চিত করেছে। Echo স্মার্ট স্পিকার, Fire TV ডিভাইস এবং Kindle-এ 50 শতাংশ পর্যন্ত ছাড় থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন