Photo Credit: Apple
MacBook Air M1 পুরনো হলেও এখনও ভ্যালু ফর মানি ল্যাপটপ
Amazon Prime Day Sale 2025-এর আজ শেষ দিন। জুলাই 12 থেকে শুরু হওয়া এই শপিং ফেস্টিভাল আজ মধ্যরাতে (পড়ুন রাত 12টা) সমাপ্ত হবে। অ্যামাজন প্রাইম মেম্বাররা সেলে ট্যাবলেট, স্পিকার, ওয়াশিং মেশিন, স্মার্ট টিভি সহ বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্টের উপর আকর্ষণীয় ডিসকাউন্ট পেয়েছেন। ব্যাঙ্কের অফার, এক্সচেঞ্জ ডিল, এবং কুপন ডিসকাউন্ট মিলিয়ে কম দামে কেনা গিয়েছে। আবার ই-কমার্স সংস্থাটি Dell, Asus, HP, Lenovo-এর মতো ব্র্যান্ডদের ল্যাপটপগুলির দাম কমিয়েছে। প্রাইম ডে সেলের চূড়ান্ত মুহূর্তে Apple MacBook মডেলে দুর্দান্ত ছাড় পাওয়া যাচ্ছে। একটি Windows ল্যাপটপের দামে কেনা যাচ্ছে অ্যাপলের হাই-টেক ম্যাকবুক।
Apple ইকোসিস্টেমের সাথে যদি নিজেকে যুক্ত করতে চান, তাহলে সাশ্রয়ী মূল্যে Apple MacBook Air (M1, 2020) কেনার কথা ভাবতে পারেন। এমনিতেই কোম্পানির সবথেকে সস্তা ল্যাপটপ এটি এবং একই দামে অন্যান্য Windows অপারেটিং সিস্টেম চালিত ল্যাপটপের থেকে বেশি ফিচার্স অফার করে। অ্যামাজন প্রাইম ডে সেল 2025-এ ল্যাপটপটি 74,900 টাকায় লিস্টেড থাকলেও বিক্রি হচ্ছে 54,990 টাকায়।
অ্যামাজন প্রাইম ডে সেলে ল্যাপটপের উপর 65 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর ক্রেডিট কার্ড বা ICICI-এর ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে অতিরিক্ত 10 শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক (সর্বোচ্চ 6,250 টাকা) মিলবে। আবার Amazon একটি এক্সচেঞ্জ অফারও চালু করেছে যা একটি নতুন ল্যাপটপ কিনলে 20,000 টাকা পর্যন্ত ছাড় দেয়। তবে, ছাড়ের অঙ্ক ল্যাপটপের মডেল, বর্তমান অবস্থা, ও ক্রেতার লোকেশনের উপর নির্ভর করে।
চলুন দেখে নিই, Amazon Prime Day 2025 সেলে সর্বাধিক বিক্রিত ল্যাপটপগুলি কেমন ছাড়ে পাওয়া যাচ্ছে।
মডেল | আসল দাম | ডিসকাউন্টের পর দাম | কেনার লিংক |
---|---|---|---|
HP 13th Gen Intel i5 | 65,387 টাকা | 74,900 টাকা | এখন কিনুন |
Asus 13th Gen i7- H Series | 85,990 টাকা | 53,240 টাকা | এখন কিনুন |
Dell Inspiron Ryzen 5 | 58,465 টাকা | 37,490 টাকা | এখন কিনুন |
Apple MacBook Air M1 | 74,900 টাকা | 54,990 টাকা | এখন কিনুন |
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন