মঙ্গলবার ভারতে লঞ্চ হবে Samsung Galaxy Note 10 Lite। ইতিমধ্যেই এই ফোনের প্রিবুকিং শুরু হয়েছে। নতুন বছরের শুরুতেই বিশ্ব বাজারে এই ফোন লঞ্চ করেছিল Samsung। ফলে ইতিমধ্যেই এই ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। Samsung Galaxy Note 10 Lite ফোনের পিছনে তিনটি 12 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে আর ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ভারতে 35,990 টাকা থেকে Samsung Galaxy Note 10 Lite ফোনের দাম শুরু হতে পারে।
সম্প্রতি 91Mobiles ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে 35,990 টাকা থেকে Samsung Galaxy Note 10 Lite ফোনের দাম শুরু হতে পারে। বেস ভেরিয়েন্টে থাকবে 6GB RAM। 8GB RAM সব Galaxy Note 10 Lite কিনতে 39,990 টাকা খরচ হতে পারে।
With Text Export feature on the #GalaxyNote10Lite, you can jot down your thoughts and simply tap to turn your project notes into readable text that you can copy, paste, and share. Launching on 21st Jan 2020. Get Notified: https://t.co/4bE8UBFDmn pic.twitter.com/tvHRf3LWij
— Samsung India (@SamsungIndia) January 19, 2020
Samsung Galaxy Note 10 Lite ফোনে থাকছে একটি 6.7 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে 10nm Exynos 9810 অক্টা-কোর প্রসেসর। সাথে থাকছে 8GB RAM আর 128GB স্টোরেজ।
Galaxy Note 10 Lite ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই তিনটি ক্যামেরাতেই 12 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার হয়েছে। একটি প্রাইমারি ক্যামেরা ছাড়াও থাকছে একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও একটি টেলিফটো ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
Galaxy Note 10 Lite ফোনে থাকছে 4,500 mAh ব্যাটারি। সাথে থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট। এই ফোনে 128GB স্টোরেজ থাকলেও 1TB মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করবে। Galaxy Note 10 Lite এর ওজন 199 গ্রাম।
আরও পড়ুন:
এটাই Poco F2 Lite! লঞ্চের আগে ফাঁস হল ছবি ও স্পেসিফিকেশন
লঞ্চের আগেই প্রকাশ্যে এল Samsung Galaxy A31, Galaxy A41 ফোনের স্পেসিফিকেশন
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন