শীঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy A31 আর Galaxy A41। মিডরেঞ্জ সেগমেন্টে এই দুই ফোন লঞ্চ করতে পারে Samsung।
Galaxy A31 ও Galaxy A41 লঞ্চ সম্পর্কে কোন মন্তব্য করেনি Samsung
শীঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy A31 আর Galaxy A41। মিডরেঞ্জ সেগমেন্টে এই দুই ফোন লঞ্চ করতে পারে Samsung। সম্প্রতি নেদারল্যান্ডের এক সূত্র মারফৎ Galaxy A31 ফোনের ব্যাটারি ও ক্যামেরা স্পেসিফিকেশন সামনে এসেছে। এছাড়াও প্রকাশ্যে এসেছে Galaxy A41 ফোনের স্পেসিফিকেশন। গত মাসে এই দুই ফোনের মডেল নম্বর সামনে এসেছিল। এবার Samsung Galaxy A31 আর Galaxy A41 ফোনের একাধিক স্পেসিফিকেশন ফাঁস হয়ে গেল।
GalaxyClub.nl ওয়েবসাইটে Samsung Galaxy A31 ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। Galaxy A31 ফোনে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। সাথে থাকতে পারে একটি 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। প্রসঙ্গত Galaxy A30 ফোনে 16 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ব্যবহার হয়েছিল।
ডাচ ওয়েবসাইটে আরও জানানো হয়েছে Galaxy A31 ফোনে একটি 5,000 mAh ব্যাটারি থাকবে। যা Galaxy A30 ফোনের ব্যাটারির থেকে অনেকটা বড়। 2019 সালে লঞ্চ হওয়া Galaxy আ৩০ ফোনে ছিল একটি 4,000 mAh ব্যাটারি।
নেদারল্যান্ডের সূত্র মারফৎ জানা গিয়েছে Samsung Galaxy A41 ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সঙ্গে থাকবে একটি 25 মেগাপিক্সেল ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। গত বছর মার্চ মাসে লঞ্চ হওয়া Galaxy A40 ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা ব্যবহার করেছিল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। সেই ক্যামেরায় ছিল একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর।
64GB ও 128GB স্টোরেজে লঞ্চ হতে পারে Samsung Galaxy A31। অন্যদিকে শুধুমাত্র 64GB স্টোরেজ সহ লঞ্চ হতে পারে Galaxy A41। গত মাসে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছিল SM-A315X মডেল নম্বরে লঞ্চ হবে Samsung Galaxy A31। অন্যদিকে SM-A415X মডেল নম্বরে লঞ্চ হবে Galaxy A41।
যদিও Galaxy A31 ও Galaxy A41 লঞ্চ সম্পর্কে কোন মন্তব্য করেনি Samsung।
আরও পড়ুন:
শীঘ্রই ভারতে আসছে Samsung Galaxy A71 ও Galaxy A51; সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Infinix Note 60, Note 60 Edge, Note 60 Pro Reportedly Spotted on SDPPI Certification Site; Specifications Revealed on Geekbench
Motorola Edge 70 India Launch Date Announced; Confirmed to Feature Triple 50-Megapixel Camera Setup