2019 সালের অক্টোবর মাসে ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A20s। লঞ্চের সময় এই ফোনের দাম শুরু হয়েছিল 11,990 টাকা থেকে। এবার 1,000 টাকা সস্তা হল Galaxy A20s। এই ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা, ফোনের ভিতরে থাকছে Snapdragon 450 চিপসেট। Galaxy A20s ফোনে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে ব্যবহার হয়েছে। 4,000 mAh ব্যাটারির সাথেই Samsung Galaxy A20s ফোনে থাকছে 15W ফাস্ট চার্জিং।
মঙ্গলবার Samsung Galaxy A20s ফোনের দাম 1,000 টাকা কমেছে। 3GB RAM + 32GB স্টোরেজে Samsung Galaxy A20s এর দাম কমে হয়েছে 10,999 টাকা। যদিও 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোন কিনতে আগের মতোই 13,999 টাকা খরচ হবে। কালো, নীল, সবুজ ও লাল রঙে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন।
ডুয়াল সিম Samsung Galaxy A20s ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির OneUI স্কিন চলবে। এই ফোনে একটি 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকবে। সাথে থাকছে Snapdragon 450 চিপসেট, 4GB RAM আর 54GB পর্যন্ত স্টোরেজ। তবে এই ফোনে 512 GB পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে।
Samsung Galaxy A20s ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Galaxy A20s ফোনে থাকছে 8 মেগাপিক্সেল সেন্সর।
Samsung Galaxy A20s ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি। থাকছে 15W ফাস্ট চার্জ সাপোর্ট। Galaxy A20s ফোনের আয়তন 163.31 x 77.52 x 7.9 মিলিমিটার। সবুজ, কালো আর লাল রঙে পাওয়া যাবে Galaxy A20s।
আরও পড়ুন:
পপ-আপ সেলফি ক্যামেরা, শক্তিশালী প্রসেসর সহ ভারতে এল Honor 9X
Flipkart Republic Day Sale: স্মার্টফোনের সেরা অফারগুলি দেখে নিন
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন