অবশেষে Galaxy Note 9 লঞ্চের কথা অফিশিয়ালি ঘোষনা করল Samsung। আগামী 9 আগস্ট এক ইভেন্টে এই ফোন লঞ্চ করা হবে। ইতিমধ্যেই সংবাদমাধ্যমকে এই ইভেন্টের আমন্ত্রণপত্র পাঠাতে শুরু করেছে Samsung। যদিও এই আমন্ত্রণপত্রে Galaxy Note 9 ফোনের নাম উল্লেখ করা হয়নি। কিন্তু ছবিতে স্টাইলাসে উপস্থিতি দেখে মনে করা হচ্ছে এই ইভেন্টে Samsung Galaxy Note 9 ফোনটি লঞ্চ করবে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। প্রিমিয়াম এই ফোনের সাত্যহেই এই ইভেন্তে লঞ্চ হতে পারে Galaxy Tab S4 ট্যাবলেট ও Samsung Gear S4 ওয়্যারেবেল ডিভাইস।
কোম্পানির YouTube চ্যানালে ইতিমধ্যেই এই ভিডিও লাইভ হয়ে গিয়েছে। 22 সেকেন্ডের এই ভিডিওতে S Pen স্টাইলাসটি দেখা যাচ্ছে। সম্প্রতি আমেরিকার সার্টিফিকেশান পোর্টাল FCC তে Samsung Galaxy Note 9 ফোনটিকে দেখা গিয়েছিল। আর এর পরেই এই লঞ্চের আমন্ত্রণপত্র এসে পৌঁছাল।
এই ইভেন্টেই লঞ্চ হবে কোম্পানির চতুর্থ জেনারেশানের ট্যাবলেট Galaxy Tab S4। এই ডিভাইসটিও FCC ওয়েবসাইটে ইতিমধ্যেই দেখা গিয়েছে। অ্যানড্রয়েড পুলিশে এক রিপোর্টে এই খবর জানানো হয়েছে। এই রিপোর্টে বলা হয়েছে নতুন এই ট্যাবলেটে LTE কানেক্টিভিটি থাকবে।
অনেক দিন ধরেই ইন্টারনেটে Samsung Galaxy Note 9 লঞ্চের খবর দেখা যাচ্ছে। এই ফোনে থাকবে সেরা স্পেসিফিকেশান। Samsung Galaxy Note 9 এ থাকতে পারে একটি Qualcomm Snapdragon 845 অথবা Samsung Exynos 9810 চিপসেট, 6.4 ইঞ্চি QHD+ Super AMOLED ইনফিনিটি ডিসপ্লে, 8GB RAM আর বিশাল 512GB ইন্টারনাল স্টোরেজ। এক রিপোর্টে জানানো হয়েছে Galaxy Note 9 এ ক্যামেরা শাটারের জন্য একটি আলাদা ফিসিকাল বাটন যোগ হয়েছে।
এমনকি Galaxy Tab S4 এর স্পেসিফিকেশানও ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছে। এই ট্যাবলেটে একটি 10.5 ইঞ্চি ডিসপ্লে থাকবে। এর সাথেই থাকবে অক্টাকোর প্রসেসার, 4GB RAM আর 64GB স্টোরেজ।
9 আগস্টের এই ইভেন্টে লঞ্চ হবে Samsung Gear S4। এই ডিভাইসের ডিজাইন আগের জেনারেশানের থেকে অনেকটাই পাতলা। এর সাথেই এগের থেকে কম দামে এই ডিভাইস পাওয়া যাবে বলে জানা গিয়েছে। Samsung Gear S4 এর ভিতরে একটি 470 mAh ব্যাটারি থাকতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন