চলতি বছরের শুরুতে Galaxy S10 সিরিজে তিনটি ফোন লঞ্চ করেছিল Samsung। এবার এই সিরিজের চতুর্থ স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। শীঘ্রই লঞ্চ হবে নতুন Samsung Galaxy S10 Lite। সম্প্রতি Geekbench ওয়েবসাইটে Samsung Galaxy S10 Lite ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। SM-G770F মডেল নম্বরে এই ফোন লঞ্চ হবে।
Samsung Galaxy S10 Lite স্পেসিফিকেশন (সম্ভাব্য)
Samsung Galaxy S10 Lite ফোনে থাকবে একটি Snapdragon 855 চিপসেট। Samsung Galaxy S10 সিরিজের অন্য ফোনগুলিতেও একই চিপসেট ব্যবহার হয়েছিল। Galaxy S10 Lite ফোনে থাকবে 8GB RAM। Geekbench ওয়েবসাইটে সিঙ্গেল কোর টেস্টে 742 স্কোর করেছে Galaxy S10 Lite। মাল্টি কোর টেস্টে এই ফোন পেয়েছে 2,604।
Geekbench ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে Galaxy S10 Lite ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে থাকতে পারে OneUI 2.0। সম্প্রতি ইন্টারনেটে Galaxy A91 ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছিল। সেই ফোনের সাথে Galaxy S10 Lite ফোনের স্পেসিফিকেশন হুবহু মিলে যাচ্ছে।
যদিও Samsung Galaxy S10 Lite ফোনের দাম জানা যায়নি। কবে এই ফোন লঞ্চ হবে সেই বিষয়েও সামনে আসেনি কোন তথ্য।
আরও পড়ুন:
কেমন হবে পরবর্তী ফোল্ডেবল স্মার্টফোন? জানিয়ে দিল Samsung
লঞ্চের আগেই ফাঁস হল Mi CC9 Pro ফোনের ক্যামেরা ও অন্যান্য স্পেসিফিকেশন
নতুন গ্রাহক টানতে মরিয়া BSNL! প্রতিদিন মিলবে 1GB ডেটা, সাথে 180 দিন ভ্যালিডিটি
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন