Photo Credit: YouTube/ Samsung
সম্প্রতি Galaxy Fold লঞ্চ করে গোটা বিশ্বের স্মার্টফোন প্রেমীদের চমকে দিয়েছিল Samsung। ইতিমধ্যেই বিক্রি শুরু হয়েছে কোম্পানির প্রথম ফোল্ডেবল স্মার্টফোন। তবে এখানেই থেমে থাকতে রাজি নয় দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। Galaxy Fold ফোনের ভাঁজ খুললে ট্যাবলেটের আকার নেয়। এবার সম্পূর্ণ নতুন ডিজাইনের ফোল্ডেবল স্মার্টফোন তৈরি শুরু করে দিয়েছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।
সম্প্রতি নতুন ফোল্ডেবল স্মার্টফোন ডিজাইনের খবর সামনে এসেছে রয়টার্স। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রে কোম্পানির ডেভেলপার সম্মেলনে নতুন ফোল্ডিং ফোন ডিজাইন সামনে এনেছে Samsung। “নতুন ফোল্ডেবল প্রযুক্তি ব্যবহার করে আগের থেকে অনেক ছোট মাপে স্মার্টফোন পকেটে ঢুকে যাবে।” জানিয়েছেন Samsung গবেষণা বিভাগের প্রধান স্যালি হায়সুন জেওং।
“অবিশ্বাস্য, তাই তো?” স্যালি স্টেজে বলার পরে করতালিতে ফেটে পড়ল গোটা অডিটোরিয়াম।
চলতি বছর Samung ছাড়াও ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করতে পারে Motorola। এছাড়াও আগামী বছর শুরুতে ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করতে পারে Huawei। Samsung এর নতুন ফোল্ডেবল স্মার্টফোন ডিজাইনের সাথে Motorola ফোল্ডেবল স্মার্টফোন ডিজাইনের মিল রয়েছে।
“নতুন এই ডিজাইনে সহজেই পকেটে ঢুকবে স্মার্টফোন। এছাড়াও গ্রাহকের স্মার্টফোন ব্যবহারের অভ্যাস বদলে দেবে নতুন ডিজাইন।” বলেন জেওং।
যদিও নতুন ডিজাইন সামনে আনলেও কবে এই স্মার্টফোন বাজারে আসবে জানায়নি দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।
আরও পড়ুন:
পাঁচ-পাঁচটা ক্যামেরা, 108MP সেন্সর সহ আসছে Mi Note 10
108MP ক্যামেরা সাপোর্ট সহ শক্তিশালী মোবাইল চিপসেট নিয়ে এল Samsung
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন