নতুন মোবাইল চিপসেট নিয়ে এল Samsung। সম্প্রতি লঞ্চ হয়েছে নতুন Exynos 990। 2020 সালে Samsung ফ্ল্যাগশিপ স্মার্টফোনে এই চিপসেট ব্যবহার হবে। 7 ন্যানোমিটার প্রসেস আর অক্টাকোর ট্রাই ক্লাস্টার আর্কিটেকচারে তৈরি হয়েছে Exynos 990 চিপসেট। একই সাথে 5G Exynos Modem 5123 চিপ সামনে এনেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। এই মোডেমে সর্বোচ্চ 7.35 Gbps স্পিডে ডাউনলোড করা যাবে।
Exynos 990 চিপসেটে 2+2+4 ক্লাস্টারে আটটি কোর থাকছে। 7 ন্যানোমিটার প্রসেসে এই চিপসেট তৈরি করেছে Samsung। নতুন চিপসেটে থাকছে দুটি Cortex-A76 কোর, চারটি Cortex-A55 কোর। 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে সাপোর্ট করবে নতুন Exynos 990 চিপসেট।
এক ধাক্কায় অনেকটা সস্তা হল Samsung Galaxy A80
গ্রাফিক্সের জন্য Exynos 990 চিপসেটে থাকছে Mali-G77 GPU। আগের থেকে এই চিপসেটে 20 শতাংশ ভালো গ্রাফিক্স পারফর্মেন্স পাওয়া যাবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রসেসিংয়ের জন্য দুটি নিউরাল প্রসেসিং ইঞ্জিন থাকবে। সর্বোচ্চ 108 মেগাপিক্সেল সেন্সর সাপোর্ট করবে এই চিপসেট। 30 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে 10 বিট 8K ভিডিও রেকর্ড করতে পারবে এই চিপসেট। সাথে থাকছে হাই ডাইনামিক রেঞ্জ এইচডিআর ডিসপ্লে সাপোর্ট।
5G Exynos Modem 5123 চিপেও 7 ন্যানোমিটার প্রসেস ব্যবহার হয়েছে। 6Hz 5G নেটওয়ার্ক থেকে 2G নেটওয়ার্ক পর্যন্ত সাপোর্ট করবে নতুন এই চিপ। কোম্পানির দাবি 6GHz স্পেকটার্মে 5.1Gbps, mmWave স্পেকটার্মে 7.35Gbps আর 4G নেটওয়ার্কে 3.0Gbps স্পিড দেবে এই চিপ।
এবার আসছে Redmi Note 8T, নতুন কী থাকছে?
একই সাথে 12GB LPDDR4X UFS মাল্টিচিপ প্যাকেজ লঞ্চ করেছে Samsung। 1y-nm প্রসেসে চারটি 24Gb LPDDR4X চিপ দিয়ে এই uMCP লঞ্চ করেছে Samsung। এই মাল্টিচিপে সর্বোচ্চ 4,266 Mbps স্পিডে ডেটা ট্রান্সফার করা যাবে। যা স্মার্টফোনে মাল্টিটাস্কিং অভিজ্ঞতাকে আরও মসৃণ করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন