সবে লঞ্চ হয়েছে Samsung Galaxy S10 সিরিজের তিনটি স্মার্টফোন। এখনও গ্রাহকের হাতে পৌঁছায়নি এই ফোনগুলি। এবার DxOMark ওয়েবসাইটে সেরা স্মার্টফোন ক্যামেরার তকমা কেড়ে নিল Samsung Galaxy S10+। সব মিলিয়ে Samsung Galaxy S10+ ফোনের ক্যামেরা DxOMark ওয়েবসাইটে 109 পয়েন্ট পেয়েছে। তবে সেলফি ক্যামেরায় এই ফোন পেইয়েছে 96 পয়েন্ট।
DxOMark ওয়েবসাইট স্মার্টফোনের ক্যামেরায় তোলা ছবির বিচারে পয়েন্ট দেয়। এতদিন এই তালিকায় 109 পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল Huawei Mate 20 Pro আর Huawei P20 Pro। এবার 109 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান একসাথে দখল করল Samsung Galaxy S10+।
Samsung Galaxy S10+ ফোনের ট্রিপল ক্যামেরায় দারুন ছবি তোলা সম্ভব। প্রতিযোগীদের থেকে টোনাল কনট্রাস্টে অনেকটাই এগিয়ে Galaxy S10+ ফোনের রিয়ার ক্যামেরা। কম আলোতে এই ফোনের ক্যামেরা নয়েজ কমাতে সক্ষম। এমনকি এই ক্যামেরায় তোলা ছবিতে দারুন ডাইনামিক রেঞ্জ পাওয়া যায়।
ভিডিও বিভাগে DxOMark ওয়েবসাইটে 97 স্কোর করেছে Galaxy S10+ ফোনের ক্যামেরা। এই ক্যামেরা তোলা ভিডিওতে দারুন কালার রিপ্রোডাকশান চোখে পরেছে। তবে DxOMark জানিয়েছে চলন্ত ছবিতে Galaxy S10+ ফোনের থেকে iPhone XS Max ফোনে ভালো ডাইনামিক রেঞ্জ পাওয়া যায়।
সেলফি ক্যামেরায় 96 স্কোর করেছে Samsung Galaxy S10+ ফোনের ক্যামেরা। এই ফোনের সেলফি ক্যামেরায় দারুন স্কিন টোন। এছাড়াও এই ক্যামেরায় দারুন এক্সপোজার ও নয়েজ কন্ট্রোল থাকছে বলে জানিয়েছে DxOMark। Galaxy S10+ ফোনে থাকছে একটি 12 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, সাথে থাকছে 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এছাড়াও একটি 16 মেগাপিক্সেল ফিক্সড ফোকাস আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। Galaxy S10+ ফোনে থাকছে 10 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল ডুয়াল সেলফি ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন