এটাই বিশ্বের সেরা স্মার্টফোন ক্যামেরা
DxOMark তালিকায় 109 পয়েন্ট পেয়েছে Mate 20 Pro। ছবি তোলায় 114 পয়েন্ট পেলেও ভিডিও তোলার সময় 97 পয়েন্ট পেয়েছে Huawei এর লেটেস্ট ফ্ল্যাগশিপ। প্রসঙ্গত 2018 সাল থেকেই 109 পয়েন্ট নিয়ে DxOMark তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে Huawei P20 Pro।