DxOMark তালিকায় 109 পয়েন্ট পেয়েছে Mate 20 Pro। ছবি তোলায় 114 পয়েন্ট পেলেও ভিডিও তোলার সময় 97 পয়েন্ট পেয়েছে Huawei এর লেটেস্ট ফ্ল্যাগশিপ। প্রসঙ্গত 2018 সাল থেকেই 109 পয়েন্ট নিয়ে DxOMark তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে Huawei P20 Pro।
Huawei P20 Pro ফোনের রিয়ার ক্যামেরায় রয়েছে 40MP+20MP+8MP তিনটি সেন্সার
দারুন ক্যামেরার স্মার্টফোন বানিয়ে গত কয়েক বছর ধরেই গোটা বিশ্বের নজর কেড়েছে চিনের স্মার্টফোন কোম্পানি Huawei। 2018 সালের শেষ দিকে বাজারে এসেছিল Huawei এর লেটেস্ট ফ্ল্যাগশিপ Mate 20 Pro। ক্যামেরা বেঞ্চমার্কিং ওয়েবসাইট DxOMark এ সবথেকে বেশি পয়েন্ট পেয়েছে এই স্মার্টফোন। DxOMark তালিকায় এতদিন সবথেকে উপরে ছিল Huawei এর আগের ফ্ল্যাগশিপ P20 Pro। এবার P20 Pro এর সাথেই যৌথভাবে DxOMark তালিকায় শীর্ষস্থান অথিকার করল Mate 20 Pro। Google Pixel 3, iPhone XS Max, Samsung Galaxy Note 9 এর মতো রাঘব বোয়ালদের হারিয়ে বিশ্বের সেরা স্মার্টফোন ক্যামেরার তকমা ছিনিয়ে নিল Huawei Mate 20 Pro।
আরও পড়ুন: Redmi Note 7 পায়ে লাগিয়ে চলছে স্কেটিং, তারপর . . .
DxOMark তালিকায় 109 পয়েন্ট পেয়েছে Mate 20 Pro। ছবি তোলায় 114 পয়েন্ট পেলেও ভিডিও তোলার সময় 97 পয়েন্ট পেয়েছে Huawei এর লেটেস্ট ফ্ল্যাগশিপ। প্রসঙ্গত 2018 সাল থেকেই 109 পয়েন্ট নিয়ে DxOMark তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে Huawei P20 Pro।
আরও পড়ুন: এক নম্বরে Jio, চাপে Vodafone
Huawei P20 Pro ফোনের মতোই Huawei Mate 20 Pro তেও রয়েছে Leica রিয়ার ক্যামেরা। রিয়ার ক্যামেরায় রয়েছে 40MP+20MP+8MP তিনটি সেন্সার। এছাড়াও থাকছে 24MP সেলফি ক্যামেরা। ভারতে 6GB RAM+256GB স্টোরেজে Huawei Mate 20 Pro এর দাম 69,990 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Nothing Phone 3a Lite Reported to Launch in Early November: Expected Price, Specifications
HMD Fusion 2 Key Features, Specifications Leaked Online: Snapdragon 6s Gen 4, New Smart Outfits, and More