বুধবার সান ফ্রান্সিস্কোতে এক ইভেন্টে লঞ্চ হয়েছিল Samsung Galaxy S10, S10+ আর S10e। শুক্রবার ভারতে এই তিন ফোনের দাম ঘোষণা করল কোম্পানি। ভারতে অফিশিয়াল Samsung ওয়েবসাইট থেকে এই তিনটি ফোন প্রি-বুক শুরু হয়েছে। এছাড়াও Flipkart, Amazon, Paytm, Tata CliQ আর নির্বাচিত কিছু রিটেলারের কাছে এই ফোন প্রি-বুক করা যাচ্ছে। 6 মার্চ থেকে শুরু হবে ডেলিভারি।
8GB RAM+128GB স্টোরেজে Samsung Galaxy S10 এর দাম শুরু হচ্ছে 66,900 টাকা থেকে। টপ ভেরিয়েন্টে 8GB RAM+512GB স্টোরেজে Galaxy S10 কিনতে খরচ হবে 84,900 টাকা।
8GB RAM+128GB স্টোরেজে Samsung Galaxy S10+ এর দাম শুরু হচ্ছে 73,900 টাকা থেকে। 8GB RAM+512GB স্টোরেজে Galaxy S10+ কিনতে খরচ হবে 91,900 টাকা। আর টপ ভেরিয়েন্টে 12GB RAM+1TB স্টোরেজে Samsung Galaxy S10+ কিনতে খরচ হবে 1,17,700 টাকা।
6GB RAM+128GB স্টোরেজে Samsung Galaxy S10e এর দাম 55,900 টাকা। ভারতে একটি মাত্র ভেরিয়েন্টে পাওয়া যাবে এই স্মার্টফোন।
Samsung Galaxy S10, S10+ আর S10e ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব One UI স্কিন। Galaxy S10 ফোনে থাকবে 6.1 ইঞ্চি QHD+ কার্ভড AMOLED ডিসপ্লে। Galaxy S10+ ফোনে থাকবে একটি 6.4 ইঞ্চি QHD+ কার্ভড AMOLED ডিসপ্লে। আর Galaxy S10e ফোনে থাকবে একটি 5.8 ইঞ্চি ফ্ল্যাট AMOLED ডিসপ্লে। তিনটি ফোনেই থাকছে Snapdragon 855 চিপসেট। তবে ভারতে এই ফোনে থাকবে Exynos 9820 চিপসেট।
Galaxy S10 ফোনে থাকছে 8GB RAM আর 128GB অথবা 512GB স্টোরেজ। Galaxy S10+ ফোনে থাকছে 12GB RAM আর 128GB অথবা 1TB স্টোরেজ। Galaxy S10e ফোনে থাকছে 6GB RAM আর 128GB অথবা 512GB স্টোরেজ। ।
ছবি তোলার জন্য Galaxy S10 আর Galaxy S10+ ফোনে একই ক্যামেরা ব্যবহার হয়েছে। থাকছে একটি 12 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, সাথে থাকছে 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এছাড়াও একটি 16 মেগাপিক্সেল ফিক্সড ফোকাস আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে। Galaxy S10e ফোনে থাকছে 12 মেগাপিক্সেল + 16 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেট আপ। Galaxy S10 আর Galaxy S10e ফোনের সামনে রয়েছে একটি 10 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। Galaxy S10+ ফোনে থাকছে 10 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল ডুয়াল সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য তিনটি ফোনে থাকছে 4G VoLTE (LTE Cat. 20), Wi-Fi 802.11ax, Bluetooth v5.0, GPS/ A-GPS, 3.মিমি হেডফোন জ্যাক আর একটি USB Type-C পোর্ট। Galaxy S10 ফোনে থাকছে একটি 3,400 mAh ব্যাটারি, Galaxy S10+ ফোনে থাকছে একটি 4,100 mAh ব্যাটারি আর Galaxy S10e ফোনে থাকছে একটি 3,100 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন