Galaxy S10e ফোনে Galaxy S10 আর Galaxy S10+ ফোনের সব ফিচার না থাকলেও 55,900 টাকায় আপনাকে সন্তুষ্ট করার যথেষ্ট উপাদান মজুদ রয়েছে এই ফোনে। এই দামে ও ফিচারে iPhone XR এর থেকে অনেকটাই এগিয়ে থাকবে Samsung Galaxy S10e।
ফেব্রুয়ারি মাসে বিশ্ব বাজারে লঞ্চ হয়েছিল Samsung Galaxy S10, Galaxy S10+ আর Galaxy S10e। এর পরেই ভারতে অফিশিয়াল Samsung ওয়েবসাইট থেকে এই তিনটি ফোন প্রি-বুক শুরু হয়েছিল। তিনটি ফোনেই রয়েছে AMOLED ডিসপ্লে।
বুধবার সান ফ্রান্সিস্কোতে এক ইভেন্টে লঞ্চ হয়েছিল Samsung Galaxy S10, S10+ আর S10e। শুক্রবার ভারতে এই তিন ফোনের দাম ঘোষণা করল কোম্পানি। ভারতে অফিশিয়াল Samsung ওয়েবসাইট থেকে এই তিনটি ফোন প্রি-বুক শুরু হয়েছে।