বুধবার সান ফ্রন্সিক্সোতে এক ইভেন্টে এই প্রোডাক্টগুলি লঞ্চ করবে Sansung। সান ফ্রান্সিস্কোতে স্থানীয় সময় সকাল 11 টায় (ভারতীয় সময় 21 ফেব্রুয়ারি রাত 12 টা 30 মিনিট) এই ইভেন্ট শুরু হবে।
Photo Credit: WinFuture
সান ফ্রান্সিস্কোতে স্থানীয় সময় সকাল 11 টায় (ভারতীয় সময় 21 ফেব্রুয়ারি রাত 12 টা 30 মিনিট) লঞ্চ ইভেন্ট শুরু হবে
লেটেস্ট iPhone কে টেক্কা দিতে আজ লঞ্চ হবে Galaxy S10 সিরিজের তিনটি নতুন স্মার্টফোন। তিনটি আলাদা ডিসপ্লে সাইজে পাওয়া যাবে এই ফোনগুলি। ইতিমধ্যেই এই ফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। ইন্টারনেটে এই তিনটি ফোনের ছবি ফাঁস হয়েছে। তিনটি ফোনের ভিতরেই থাকতে পারে লেটেস্ট 7 ন্যানোমিটার প্রসেসে তৈরী Exynos 9820 অথবা Snapdragon 855 চিপসেট। একই ইভেন্টে সামনে আসতে পারে কোম্পানির প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন।
![]()
একাধিক রঙে পাওয়া যাবে Samsung Galaxy S10e
বুধবার সান ফ্রন্সিক্সোতে এক ইভেন্টে এই প্রোডাক্টগুলি লঞ্চ করবে Samsung। সান ফ্রান্সিস্কোতে স্থানীয় সময় সকাল 11 টায় (ভারতীয় সময় 21 ফেব্রুয়ারি রাত 12 টা 30 মিনিট) এই ইভেন্ট শুরু হবে। Samsung অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ইভেন্ট সরাসরি দেখা যাবে।
![]()
Samsung Galaxy S10e
Samsung Galaxy S10 সিরিজের তিনটি ফোনের মধ্যে সব থেকে কম দামে পাওয়া যাবে Samsung Galaxy S10e। গত বছর লঞ্চ হওয়া iPhone XR ফোনের উত্তরে এই ফোন বাজারে আনছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। এর পরে থাকছে Samsung Galaxy S10 আর Galaxy S10+।
![]()
Samsung Galaxy S10
Galaxy S10e ফোনে থাকছে একটি 5.8 ইঞ্চি ডিসপ্লে। এই ফোলে থাকছে ফ্ল্যাট ডিসপ্লে। তবে অন্য দুটি ফোনে কার্ভড ডিসপ্লে ব্যবহার করেছে কোম্পানি। Galaxy S10 ফোনে থাকছে একটি 6.1 ইঞ্চি ডিসপ্লে আর Galaxy S10+ ফোনে থাকছে একটি 6.4 ইঞ্চি ডিসপ্লে। তিনটি ফোনেই থাকছে কোম্পানির Super AMOLED ডিসপ্লে প্যানেল।
![]()
Samsung Galaxy S10+
এই তিনটি ফোনে কোনও ডিসপ্লে নচ থাকছে না। পরিবর্তে থাকছে ‘পাঞ্চ হোল' ডিসপ্লে। এই ডিসপ্লের মধ্যে থাকছে একটি ছিদ্র। সেই ছিদ্রের নীচে থাকছে সেলফি ক্যামেরা। Galaxy S10e আর Galaxy S10 ফোনে একটি মাত্র সেলফি ক্যামেরা থাকলেও Galaxy S10+ ফোনে থাকছে দুটি সেলফি ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
iOS 26.2 Beta 1 Reportedly Includes References to 'Apple Creator Studio'
WhatsApp Working on 'Strict Account Settings' Feature to Protect Users From Cyberattacks: Report
Samsung Galaxy XR Headset Will Reportedly Launch in Additional Markets in 2026