দেখতে দেখতে নতুন বছরের প্রথম মাস শেষ হতে চলেছে। ইতিমধ্যেই প্রায় সব স্মার্টফোন কোম্পানি নতুন বছরে নতুন স্মার্টফোন লঞ্চের জন্য কোমর বেঁধে নেমেছে। নতুন স্মার্টফোন লঞ্চের আগেই 2019 সালে লঞ্চ হওয়া একাধিক স্মার্টফোনের দাম পাকাপাকিভাবে কমিয়েছে Xiaomi, HMD Global -এর মতো জনপ্রিয় স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানিগুলি। 2020 সালের জানুয়ারি মাসে ভারতে সস্তা হয়েছে এই স্মার্টফোনগুলি . . .
সস্তা হয়ে Redmi K20 Pro এর দাম শুরু হচ্ছে 24,999 টাকা থেকে। 6GB RAM + 128GB স্টোরেজে পাওয়া যাবে এই ফোনের বেস ভেরিয়েন্ট। 8GB RAM + 256 GB স্টোরেজে Redmi K20 Pro কেনার খরচ 27,999 টাকা।
3,500 টাকা সস্তা হয়ে 12,499 টাকা দামে বিক্রি হচ্ছে Nokia 6.2।
Nokia 7.2 ফোনের বেস ভেরিয়েন্টের দাম কমেছে 3,100 টাকা। 4GB RAM + 64GB স্টোরেজে Nokia 7.2 কিনতে 15,499 টাকা খরচ হবে। 6GB RAM + 64GB স্টোরেজে এই ফোনের দাম 2,500 টাকা কমে হয়েছে 17,099 টাকা।
4GB + 64GB স্টোরেজে Mi A3 ফোনের নতুন দাম 11,999 টাকা। অন্যদিকে 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 14,999 টাকা খরচ হবে। সঙ্গে থাকছে নো-কস্ট ইএমআই আর এক্সচেঞ্জ অফার।
8GB স্টোরেজে Redmi Go এর দাম 4,499 টাকা থেকে কমে 4,299 টাকা হয়েছে। 16 GB স্টোরেজে এই ফোনের দাম 4,799 টাকা থেকে কমে 4,499 টাকা হয়েছে।
বিভিন্ন মোবাইল ফোনের লেটেস্ট খবর পড়তে এখানে ক্লিক করুন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন