HMD-এর ফোনগুলিতে Android 15 আপডেট নিয়ে আসতে চলেছে অসাধারণ কার্যকরী ক্ষমতা
দারুন খবর, সম্প্রতি Nokia-কোম্পানীর HMD Pulse Pro হ্যান্ডসেটটি পেয়েছে Android 15-আপডেট। এটি কোম্পানির প্রথম স্মার্টফোন যা এই আপডেটটি পেয়েছে। Android 15 আপডেট স্মার্টফোনটিতে বিভিন্ন উন্নতমানের কার্যক্ষমতা প্রদান করবে যেমন - ব্যাটারীর লাইফ, প্রাইভেসি, সিকিউরিটি ইত্যাদি। HMD Pulse Pro-হ্যান্ডসেটটি ছাড়াও কোম্পানির আরো বেশ কিছু হ্যান্ডসেট Android 15-আপডেট পাবে বলে মনে করা হচ্ছে