14 নভেম্বর লঞ্চ হবে নতুন Vivo S5। সম্প্রতি এক টিজারে এই কথা জানিয়েছে Vivo। স্টাইল সম্পর্কে যে সব গ্রাহক সচেতন প্রধানত সেই গ্রাহকের কথা মাথায় রেখে নতুন ফোন লঞ্চ করছে চিনের কোম্পানিটি। ইতিমধ্যেই S সিরিজে লঞ্চ হয়েছে Vivo S1 আর Vivo S1 Pro। যদিও চিন ও ভারতে Vivo S1 ফোনে আলাদা ডিজাইন দেখা গিয়েছে। যদিও Vivo S5 সম্পর্কে এখনও পর্যন্ত কোন গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসেনি।
সম্প্রতি চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে প্রকাশিত টিজারে Vivo জানিয়েছে 14 নভেম্বর লঞ্চ হবে Vivo S5। মিডরেঞ্জ সেগমেন্টে বাজারে আসতে পারে Vivo S সিরিজের নতুন স্মার্টফোন।
14 নভেম্বর চিনে লঞ্চ হলেও ভারত ও বিশ্বের অন্যান্য দেশে কবে এই ফোন লঞ্চ হবে জানা যায়নি। অগাস্ট মাসে ভারতে S সিরিজের প্রথম স্মার্টফোন লঞ্চ করেছিল Vivo। চিনে Vivo S1 ফোনে পপ-আপ ক্যামেরা থাকলেও ভারতে এই ফোনে ওয়াটার ড্রপ নচ দেখা গিয়েছিল।
Vivo S1 ফোনে থাকছে 6.38 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Helio P65 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ আর 4,500 mAh ব্যাটারি। কানেক্টিভিটির জন্য থাকছে Wi-Fi 2.4G + 5G, Bluetooth v5.0, GPS/ A-GPS, and Micro-USB সাথে USB OTG।
ছবি তোলার জন্য Vivo S1 এর পিছনে থাকছে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
আরও পড়ুন:
স্মার্টফোন ডিজাইনে নতুন চমক! ফোল্ডেবল ডিসপ্লে নিয়ে আসছে Motorola Razr
নভেম্বরে লঞ্চ হবে Mi Note 10! বিশাল ব্যাটারি নিয়ে আসছে Mi CC9 Pro
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন