Photo Credit: Twitter/ Evan Blass
13 নভেম্বর কোম্পানির প্রথম ফোল্ডেবল ডিসপ্লের স্মার্টফোন লঞ্চ করবে Motorola। ইতিমধ্যেই নতুন Motorola Razr 2019 ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে টেক দুনিয়ায় উত্তেজনা চরমে। সম্প্রতি নতুন ফোল্ডেবল স্মার্টফোনের একাধিক ছবি ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছে। বিভিন্ন দিন থেকে এই ফোনের প্রায় 10 টা ছবি সামনে এসেছে। উপর-নীচে ভাঁজ হবে এই ফোন। 13 নভেম্বর লস অ্যাঞ্জেলসে গোটা দুনিয়ার সামনে আসবে নতুন Motorola Razr।
ইভান ব্লাস ও ডাচ ওয়েবসাইট Mobielkopen থেকে Motorola Razr ফোনের ছবি ফাঁস হয়েছে। ভাঁজ হয়ে থাকলে গত দশকের আর দশটা ফোল্ডেবল ফোনের মতোই দেখতে নতুন Motorola Razr। বাইরের দিকে ক্যামেরার নীচে থাকছে ছোট্ট একটি ডিসপ্লে। ছোট ডিসপ্লেতে নোটিফিকেশন, মেসেজ, ইমেল ইত্যাদি এক ঝলকে দেখে নেওয়া যাবে। ডিসপ্লের পাশেই থাকছে ক্যামেরা সেন্সর। তাই সেলফি তুলতেও কাজে লাগবে এই ছোট ডিসপ্লে।
ভাঁজ খুললে ফোনের ভিতরে একটি লম্বা ডিসপ্লে দেখা যাবে। এই ডিসপ্লেতে স্মার্টফোনের যাবতীয় কাজ করা যাবে। Motorola Razr ফোনের ফোল্ডেবল ডিসপ্লের উপরে থাকছে একটি নচ। ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
পুরনো Motorola Razr এর মতোই ভার্টিকাল ফ্লিপ ডিজাইনে লঞ্চ হবে এই স্মার্টফোন। ইন্টারনেটে একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে Motorola Razr ফোনে থাকবে একটি 6.2 ইঞ্চি OLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 710 চিপসেট, 6GB RAM, 128GB স্টোরেজ আর 2,730 mAh ব্যাটারি। জানা গিয়েছে প্রায় 1,500 ইউরো (প্রায় 1,19,000 টাকা) দামে লঞ্চ হতে পারে নতুন ফোল্ডেবল Motorola Razr। যদিও ভারতে কবে এই স্মার্টফোন লঞ্চ হবে জানা যায়নি।
আরও পড়ুন:
নভেম্বরে লঞ্চ হবে Mi Note 10! বিশাল ব্যাটারি নিয়ে আসছে Mi CC9 Pro
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন