Photo Credit: Weibo/ Xiaomi
14 নভেম্বর লঞ্চ হতে পারে Mi Note 10। Xiaomi -র পোল্যান্ডের ফেসবুক পেজে এই খবর প্রকাশিত হয়েছে। অন্যদিকে চিনে এক সোশ্যাল মিডিয়া পোস্টে Xiaomi জানিয়েছে Mi CC9 Pro ফোনে থাকবে 5,260 mAh ব্যাটারি। সাথে থাকবে 30W ফাস্ট চার্জ সাপোর্ট। 5 নভেম্বর চিনে লঞ্চ হবে Mi CC9 Pro। চিনের বাইরে Mi Note 10 নামে একই ফোন লঞ্চ করবে Xiaomi।
সম্প্রতি পোল্যান্ডে কোম্পানির ফেসবুক পেজ থেকে Xiaomi জানিয়েছে 14 নভেম্বর সেই দেশে লঞ্চ হবে নতুন স্মার্টফোন। অন্যদিকে চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে প্রকাশিত টিজারে Xiaomi জানিয়েছে Mi CC9 Pro ফোনে 5,260mAh ব্যাটারি থাকবে। সাথে রয়েছে 30W ফাস্ট চার্জিং।
সম্প্রতি TENAA সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে Mi CC9 Pro ফোনের একাধিক তথ্য সামনে এসেছে। Mi CC9 Pro ফোনে 5x অপটিকাল জুম থাকার খবর নিশ্চিত করেছে Xiaomi। ইতিমধ্যেই Mi CC9 Pro ফোনের ক্যামেরায় তোলা ছবি শেয়ার করেছে Xiaomi। এই ক্যামেরায় 5x অপটিকাল জুম আর 10x হাইব্রিড জুম ব্যবহার করে ছবি তোলা যাবে। যদিও এই ক্যামেরায় অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন থাকছে কি না জানা যায়নি। এই ফোনের পিছনে পাঁচটা ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরায় 108 মেগাপিক্সেল সেন্সর থাকবে।
এছাড়াও TENAA ওয়েবসাইট থেকে জানা গিয়েছে এই ফোনে থাকবে একটি Snapdragon 730G চিপসেট। 6GB, 8GB আর 12GB RAM ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। সেলফি তোলার জন্য থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
64GB, 128GB আর 256GB স্টোরেজে পাওয়া যাবে Mi CC9 Pro। কালো, নীল, ধূসর, সবুজ, গোলাপি, বেগুনি, লাল এবং সাদা রঙে এই ফোন লঞ্চ করবে Xiaomi। ফোনের ওজন 208 গ্রাম। Mi CC9 Pro ফোনে থাকছে একটি 6.47 ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে।
আরও পড়ুন:
ফাস্ট চার্জিং ছাড়া নতুন Redmi Note 8T ফোনে আর কী থাকছে?
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন