সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত একাধিক রিপোর্টে Mi CC9 Pro ফোন লঞ্চের খবর সামনে এসেছে। 5 নভেম্বর এই ফোন লঞ্চ করবে Xiaomi। Mi CC9 Pro ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা থাকবে। এই ফোনের প্রাইমারি সেন্সরে থাকছে 108 মেগাপিক্সেল সেন্সর। একই সাথে লঞ্চ হবে Xiaomi -র নতুন স্মার্টওয়াচ আর Mi TV 5 সিরিজের একাধিক নতুন স্মার্ট টিভি। লঞ্চের আগে ফাঁস হওয়া ছবিতে Mi CC9 Pro ফোনে কার্ভড ডিসপ্লে দেখা গিয়েছে।
চিনের এক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে Mi CC9 Pro ফোনের ছবি সামনে এসেছে। সেখানে ‘জেড গ্রিন' রঙে এই ফোন দেখা গিয়েছে। এই ফোনের পিছনে পাঁচটি ক্যামেরার সাথেই থাকছে ডুয়াল ফ্ল্যাশ। এই ক্যামেরায় থাকছে একটি 108 মেগাপিক্সেল Samsung ISOCELL Bright HMX সেন্সর। এই ক্যামেরায় থাকছে 5X অপটিকাল জুম সাপোর্ট।
লঞ্চের আগেই ফাঁস হল Redmi Note 8T ফোনের দাম, ছবি ও স্পেসিফিকেশন
ফাঁস হওয়া ছবিতে Mi CC9 Pro ফোনে কার্ভড ডিসপ্লে দেখা গিয়েছে। এছাড়াও Geekbench বেঞ্চমার্ক ওয়েবসাইট থেকে সামনে এসেছে Mi CC9 Pro ফোনের একাধিক স্পেসিফিকেশন। এই ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 730G চিপসেট। সাথে থাকছে 6GB RAM আর Android 9 Pie অপারেটিং সিস্টেম।
Redmi Note 8 Pro বনাম Realme XT! কোনটা কিনবেন?
এবার আসছে Mi Note 10 আর Mi Note 10 Pro, ফিচারগুলি দেখে নিন
5 নভেম্বর লঞ্চ হবে Mi CC9 Pro। একই ইভেন্ট থেকে নতুন লঞ্চ করবে Xiaomi। এই প্রথম Xiaomi ব্র্যান্ডের অধীনে কোন স্মার্টওয়াচ সামনে আসবে। কোম্পানির নতুন স্মার্টওয়াচে থাকছে কলিং, মিউজিক প্লে ব্যাক, মেসেজিং নোটিফিকেশন সহ বিভিন্ন ফিচার। একই সাথেই লঞ্চ হবে Mi TV 5 সিরিজের স্মার্ট টিভি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন