বেশ কয়েক বছর হল Mi Note সিরিজে নতুন ফোন লঞ্চ করেনি Xiaomi। এবার এই সিরিজে একসাথে দুটি স্মার্টফোন লঞ্চ করবে চিনের কোম্পানিটি। শীঘ্রই লঞ্চ হবে Mi Note 10 আর Mi Note 10 Pro। যদিও এই দুই ফোন লঞ্চ সম্পর্কে মুখ খোলেনি Xiaomi। এবার থাইল্যান্ডের সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে এই দুই ফোনের স্পেসিফিকেশন সামনে এল। এছাড়াও সিঙ্গাপুরের সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছে Mi Note 10।
NBTC আর EEC সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে Mi Note 10 আর Mi Note 10 Pro ফোনের একাধিক স্পেসিফিকেশন জানা গিয়েছে। শনিবার সুধাংশু আমভোরে জানিয়েছেন M1910F4G মডেল নম্বরে লঞ্চ হবে Mi Note 10। অন্যদিকে M1910F4S মডেল নম্বরে সামনে আসবে Mi Note 10 Pro। NBTC আর EEC ওয়েবসাইটে সার্টিফিকেশন ওয়েবসাইটে এই দুই ফোন সামনে আসার পরে মনে করা হচ্ছে শীঘ্রই লঞ্চ হতে চলেছে Mi Note 10 আর Mi Note 10 Pro।
অক্টোবর মাসেই লঞ্চ হতে পারে Mi Note 10। ইতিমধ্যেই ট্যুইটারে এই ফোনের রিটেল বাক্সের ছবি সামনে এসেছে।
Redmi Note 7 Pro ফোনে পৌঁছাল MIUI 11, কীভাবে ইন্সটল করবেন এই আপডেট?
Mi Note 10 আর Mi Note 10 Pro ফোনে থাকতে পারে Snapdragon 855+ চিপসেট। এই দুই ফোনে 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে ব্যবহার করবে Xiaomi। এই ফোনের ক্যামেরায় থাকতে পারে 50x জুম সাপোর্ট। সম্প্রতি MIUI 11 ক্যামেরা অ্যাপ সোর্স কোডে একই ফিচার দেখা গিয়েছিল।
পুরনো বনাম নতুন! Jio Phone এর কোন প্ল্যানে কী সুবিধা? দেখে নিন
ইতিমধ্যেই এই ফোন লঞ্চের খবরের সত্যতা যাচাই করতে Xiaomi কে Gadgets 360 সপ্তর থেকে ইমেল পাঠানো হয়েছে। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সেই ইমেলের উত্তর মেলেনি।
2017 সালে শেষ Mi Note সিরিজের ফোন লঞ্চ করেছিল Xiaomi। এই সিরিজের শেষ ফোন Mi Note 3 ফোনে রয়েছে Snapdragon 660 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন