গত সপ্তাহে Jio Phone গ্রাহকদের জন্য একাধিক নতুন ‘অল-ইন-ওয়ান' প্ল্যান লঞ্চ হয়েছিল। এই প্ল্যানগুলির সাথে আনলিমিটেড জিও নেটওয়ার্কে কল। 500 মিনিট অন্য নেটওয়ার্কে কল আর দিনে নির্দিষ্ট পরিমাণ ডেটা ব্যবহার করার সুবিধা পাওয়া যাবে। কোম্পানির দাবি প্রতিযোগীদের থেকে 25 গুণ সস্তা নতুন প্ল্যানগুলি। 75 টাকা, 125 টাকা, 155 টাকা আর 185 টাকায় Jio Phone এর নতুন ‘অল-ইন-ওয়ান' প্ল্যান সামনে এসেছে। পুরনো প্ল্যানের থেকে কতটা আলাদা নতুন প্ল্যানগুলি? দেখে নিন।
সম্প্রতি ‘অল-ইন-ওয়ান' প্ল্যানের অধীনে লঞ্চ হয়েছে Jio Phone 75 টাকা প্ল্যান। এই প্ল্যানে Jio Phone গ্রাহকরা দিনে 0.1 GB ডেটা ব্যবহার করতে পারবেন। অন্য মোবাইল নেটওয়ার্কে 500 মিনিট আউটগোইং কল করা যাবে। 75 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। থাকছে Jio নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা আর 50 টা এসএমএস।
অন্যদিকে 49 টাকা প্ল্যানে 1GB ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। সাথে থাকছে Jio নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা। আর 50 টা এসএমএস। তবে অন্য নেটওয়ার্কে কল করতে 10 টাকা থেকে 100 টাকার মধ্যে টপ আপ রিচার্জ করতে হবে। MyJio অ্যাপ থেকে 49 টাকা রিচার্জ করলে নিজে থেকেই টপ আপ প্ল্যান যোগ করে দেবে কোম্পানি।
কোন রিচার্জে কী সুবিধা? স্মার্টফোনে Jio -র পুরনো ও নতুন প্ল্যানগুলি দেখে নিন
Jio Phone প্ল্যান | প্ল্যানের সুবিধা | ভ্যালিডিটি (দিন) |
---|---|---|
75 টাকা | অন্য মোবাইল নেটওয়ার্কে 500 মিনিট, দিনে 0.1GB ডেটা, জিও নেটওয়ার্ক ও ল্যান্ডলাইন নম্বরে আনলিমিটেড কল, 50 টা এসএমএস | 28 |
49 টাকা | 1GB ডেটা, জিও নেটওয়ার্ক ও ল্যান্ডলাইন নম্বরে আনলিমিটেড কল, 50 টা এসএমএস | 28 |
সম্প্রতি ‘অল-ইন-ওয়ান' প্ল্যানের অধীনে লঞ্চ হয়েছে Jio Phone 125 টাকা প্ল্যান। এই প্ল্যানে Jio Phone গ্রাহকরা দিনে 0.5 GB ডেটা ব্যবহার করতে পারবেন। অন্য মোবাইল নেটওয়ার্কে 500 মিনিট আউটগোইং কল করা যাবে। 125 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। থাকছে Jio নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা আর 300 টা এসএমএস।
অন্যদিকে 99 টাকা প্ল্যানে দিনে 0.5 GB ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। সাথে থাকছে Jio নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা। আর 300 টা এসএমএস। তবে অন্য নেটওয়ার্কে কল করতে 10 টাকা থেকে 100 টাকার মধ্যে টপ আপ রিচার্জ করতে হবে।
10,000 টাকা বাজেটে কেমন পারফর্ম করল Redmi Note 8? পড়ুন রিভিউ
Jio Phone প্ল্যান | প্ল্যানের সুবিধা | ভ্যালিডিটি (দিন) |
---|---|---|
125 টাকা | অন্য মোবাইল নেটওয়ার্কে 500 মিনিট, দিনে 0.5GB ডেটা, জিও নেটওয়ার্ক ও ল্যান্ডলাইন নম্বরে আনলিমিটেড কল, 300 টা এসএমএস | 28 |
99 টাকা | 1GB ডেটা, জিও নেটওয়ার্ক ও ল্যান্ডলাইন নম্বরে আনলিমিটেড কল, 300 টা এসএমএস | 28 |
সম্প্রতি ‘অল-ইন-ওয়ান' প্ল্যানের অধীনে লঞ্চ হয়েছে Jio Phone 155 টাকা প্ল্যান। এই প্ল্যানে Jio Phone গ্রাহকরা দিনে 1 GB ডেটা ব্যবহার করতে পারবেন। অন্য মোবাইল নেটওয়ার্কে 500 মিনিট আউটগোইং কল করা যাবে। 155 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। থাকছে Jio নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা আর দিনে 100 টা এসএমএস।
অন্যদিকে 153 টাকা প্ল্যানে 1.5 GB ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। সাথে থাকছে Jio নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা। আর দিনে 100 টা এসএমএস। তবে অন্য নেটওয়ার্কে কল করতে 10 টাকা থেকে 100 টাকার মধ্যে টপ আপ রিচার্জ করতে হবে।
মাত্র 30 টাকায় নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Vodafone
Jio Phone প্ল্যান | প্ল্যানের সুবিধা | ভ্যালিডিটি (দিন) |
---|---|---|
155 টাকা | অন্য মোবাইল নেটওয়ার্কে 500 মিনিট, দিনে 1GB ডেটা, জিও নেটওয়ার্ক ও ল্যান্ডলাইন নম্বরে আনলিমিটেড কল, দিনে 100 টা এসএমএস | 28 |
153 টাকা | 1.5GB ডেটা, জিও নেটওয়ার্ক ও ল্যান্ডলাইন নম্বরে আনলিমিটেড কল, দিনে 100 টা এসএমএস | 28 |
এছাড়াও Jio Phone গ্রাহকদের জন্য সামনে এসেছে 185 টাকা ‘অল-ইন-ওয়ান' প্ল্যান। এই প্ল্যানে Jio Phone গ্রাহকরা দিনে 2 GB ডেটা ব্যবহার করতে পারবেন। অন্য মোবাইল নেটওয়ার্কে 500 মিনিট আউটগোইং কল করা যাবে। 155 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। থাকছে Jio নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা আর দিনে 100 টা এসএমএস।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন