চলতি সপ্তাহে চারটি নতুন ‘অল-ইন-ওয়ান' প্ল্যান নিয়ে এসেছে Jio। এই প্ল্যানগুলির সাথে আনলিমিটেড জিও নেটওয়ার্কে কল, দিনে 2GB ডেটা আর জিও থেকে অন্য নেটওয়ার্কে কল করার জন্য ফ্রি মিনিট থাকবে। 222 টাকা, 333 টাকা, 444 তাকা আর 555 টাকা দামের নতুন প্ল্যানগুলি নিয়ে হাজির হয়েছে মুকেশ আম্বানির কোম্পানি। এই প্ল্যানগুলিতে ফ্রি মিনিট থাকার কারণে জিও থেকে অন্য মোবাইল নেটওয়ার্কে কল করার সময় মিনিটে 6 পয়সা খরচ করতে হবে না।
222 টাকা প্ল্যানে 1,000 মিনিট জিও থেকে অন্য নেটওয়ার্কে কল করা যাবে। সাথে থাকছে দিনে 2GB ডেটা, আনলিমিটেড জিও নেটওয়ার্কে কল আর দিনে 100 টা এসএমএস ব্যবহারের সুবিধা। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
198 টাকা প্ল্যানের সাথেও থাকছে দিনে 2GB ডেটা, আনলিমিটেড জিও নেটওয়ার্কে কল আর দিনে 100 টা এসএমএস ব্যবহারের সুবিধা। তবে অন্য নেটওয়ার্কে কল করতে মিনিটে 6 পয়সা খরচ হবে। এই জন্য আলাদা টপ-আপ রিচার্জ করতে হবে গ্রাহককে। 198 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
Jio প্ল্যান | প্ল্যানের সুবিধা | ভ্যালিটিডি (দিন) |
---|---|---|
222 টাকা প্ল্যান | 1,000 মিনিট নন জিও নম্বরে টকটাইম , 2GB দৈনিক ডেটা, আনলিমিটেড জিও থেকে জিও কল, রোজ 100 টা এসএমএস | 28 |
198 টাকা প্ল্যান | 2GB দৈনিক ডেটা, আনলিমিটেড জিও থেকে জিও কল, রোজ 100 টা এসএমএস | 28 |
333 টাকা প্ল্যানে 1,000 মিনিট জিও থেকে অন্য নেটওয়ার্কে কল করা যাবে। সাথে থাকছে দিনে 2GB ডেটা, আনলিমিটেড জিও নেটওয়ার্কে কল আর দিনে 100 টা এসএমএস ব্যবহারের সুবিধা। এই প্ল্যানের ভ্যালিডিটি 56 দিন।
398 টাকা প্ল্যানের সাথেও থাকছে দিনে 2GB ডেটা, আনলিমিটেড জিও নেটওয়ার্কে কল আর দিনে 100 টা এসএমএস ব্যবহারের সুবিধা। তবে অন্য নেটওয়ার্কে কল করতে মিনিটে 6 পয়সা খরচ হবে। এই জন্য আলাদা টপ-আপ রিচার্জ করতে হবে গ্রাহককে। 398 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 70 দিন।
Jio প্ল্যান | প্ল্যানের সুবিধা | ভ্যালিটিডি (দিন) |
---|---|---|
333 টাকা প্ল্যান | 1,000 মিনিট নন জিও নম্বরে টকটাইম , 2GB দৈনিক ডেটা, আনলিমিটেড জিও থেকে জিও কল, রোজ 100 টা এসএমএস | 56 |
398 টাকা প্ল্যান | 2GB দৈনিক ডেটা, আনলিমিটেড জিও থেকে জিও কল, রোজ 100 টা এসএমএস | 70 |
444 টাকা প্ল্যানে 1,000 মিনিট জিও থেকে অন্য নেটওয়ার্কে কল করা যাবে। সাথে থাকছে দিনে 2GB ডেটা, আনলিমিটেড জিও নেটওয়ার্কে কল আর দিনে 100 টা এসএমএস ব্যবহারের সুবিধা। এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন।
448 টাকা প্ল্যানের সাথেও থাকছে দিনে 2GB ডেটা, আনলিমিটেড জিও নেটওয়ার্কে কল আর দিনে 100 টা এসএমএস ব্যবহারের সুবিধা। তবে অন্য নেটওয়ার্কে কল করতে মিনিটে 6 পয়সা খরচ হবে। এই জন্য আলাদা টপ-আপ রিচার্জ করতে হবে গ্রাহককে। 448 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন।
Jio প্ল্যান | প্ল্যানের সুবিধা |
| ||
---|---|---|---|---|
444 টাকা প্ল্যান | 1,000 মিনিট নন জিও নম্বরে টকটাইম , 2GB দৈনিক ডেটা, আনলিমিটেড জিও থেকে জিও কল, রোজ 100 টা এসএমএস | 84 | ||
448 টাকা প্ল্যান | 2GB দৈনিক ডেটা, আনলিমিটেড জিও থেকে জিও কল, রোজ 100 টা এসএমএস | 84 |
444 টাকা প্ল্যানে 1,000 মিনিট জিও থেকে অন্য নেটওয়ার্কে কল করা যাবে। সাথে থাকছে দিনে 2GB ডেটা, আনলিমিটেড জিও নেটওয়ার্কে কল আর দিনে 100 টা এসএমএস ব্যবহারের সুবিধা। এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন।
448 টাকা প্ল্যানের সাথেও থাকছে দিনে 2GB ডেটা, আনলিমিটেড জিও নেটওয়ার্কে কল আর দিনে 100 টা এসএমএস ব্যবহারের সুবিধা। তবে অন্য নেটওয়ার্কে কল করতে মিনিটে 6 পয়সা খরচ হবে। এই জন্য আলাদা টপ-আপ রিচার্জ করতে হবে গ্রাহককে। 448 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন।
Jio প্ল্যান | প্ল্যানের সুবিধা | ভ্যালিটিডি (দিন) |
---|---|---|
444 টাকা প্ল্যান | 1,000 মিনিট নন জিও নম্বরে টকটাইম , 2GB দৈনিক ডেটা, আনলিমিটেড জিও থেকে জিও কল, রোজ 100 টা এসএমএস | 84 |
444 টাকা প্ল্যান | 2GB দৈনিক ডেটা, আনলিমিটেড জিও থেকে জিও কল, রোজ 100 টা এসএমএস | 91 |
555 টাকা প্ল্যানে 3,000 মিনিট জিও থেকে অন্য নেটওয়ার্কে কল করা যাবে। সাথে থাকছে দিনে 2GB ডেটা, আনলিমিটেড জিও নেটওয়ার্কে কল আর দিনে 100 টা এসএমএস ব্যবহারের সুবিধা। এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন।
498 টাকা প্ল্যানের সাথেও থাকছে দিনে 2GB ডেটা, আনলিমিটেড জিও নেটওয়ার্কে কল আর দিনে 100 টা এসএমএস ব্যবহারের সুবিধা। তবে অন্য নেটওয়ার্কে কল করতে মিনিটে 6 পয়সা খরচ হবে। এই জন্য আলাদা টপ-আপ রিচার্জ করতে হবে গ্রাহককে। 498 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 91 দিন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন