প্রিপেড আরও একটি নতুন প্ল্যান নিয়ে এল Vodafone। সোমবার 30 টাকার প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে ব্রিটিশ কোম্পানিটি। এই প্ল্যানে Vodafone প্রিপেড গ্রাহকরা 28 দিন ভ্যালিডিটি আর ফুল টকটাইম পাবেন। সম্প্রতি 20 টাকা প্রিপেড প্ল্যান লঞ্চ করেছিল Vodafone সেই প্ল্যানের সাথেও পাওয়া যাবে ফুল টকটাইম আর 28 দিন ভ্যালিডিটি। যদিও 30 টাকা প্রিপেড প্ল্যানে কোন ডেটার সুবিধা পাওয়া যাবে না।
গ্রাহকের সুবিধার জন্য ‘অল-ইন-ওয়ান' প্ল্যান নিয়ে এল Jio
আপাতত কর্ণাটক, কেরালা আর মুম্বাই সার্কেলের Vodafone গ্রাহকরা 30 টাকা প্ল্যান ব্যবহার করতে পারবেন। Telecom Talk ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে এই খবর প্রকাশিত হয়েছে। নির্বাচিত গ্রাহকরা Paytm আর PhonePe অ্যাপ থেকে রিচার্জে এই প্ল্যান দেখতে পেয়েছেন।
30 টাকা প্রিপেড প্ল্যানে 30 টাকা টকটাইম দিচ্ছে Vodafone। সাথে থাকছে 28 দিন ভ্যালিডিটি। সম্প্রতি 45 টাকা আর 20 টাকা প্রিপেড প্ল্যান লঞ্চ করেছিল কোম্পানিটি। এই দুই প্ল্যানের মাঝে থাকছে নতুন 30 টাকা প্রিপেড প্ল্যান। 20 টাকা আর 30 টাকা প্ল্যানে কোন ডেটা না থাকলেও 45 টাকা প্রিপেড প্ল্যানের সাথে 100 MB ডেটা পাওয়া যাবে।
15,000 টাকা বাজেটে কেমন পারফর্ম করল Redmi Note 8 Pro? পড়ুন রিভিউ
কোম্পানির ‘অলরাউন্ডার' প্ল্যানের অধীনে নতুন ফুল টকটাইমের প্ল্যান লঞ্চ হয়েছে। এছাড়াও প্রায় একই দামে রয়েছে একটি 35 টাকা রিচার্জ। 35 টাকা প্ল্যানে 26 টাকা টকটাইম আর 100MB ডেটা পাওয়া যায়। কল করতে প্রতি সেকেন্ডে 2.5 পয়সা খরচ হবে। 35 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
Vodafone প্রিপেডে নতুন 30 টাকা প্ল্যানের সত্যতা যাচাই করেনি Gadgets 360। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত Vodafone ওয়েবসাইটে নতুন প্ল্যান দেখা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন