লঞ্চ হল Mi CC9 Pro। মঙ্গলবার চিনে নতুন স্মার্টফোন লঞ্চ করেছে Xiaomi। Mi CC9 Pro এর ফোনের পিছনে রয়েছে পাঁচটা ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 108MP প্রাইমারি সেন্সর।
মঙ্গলবার লঞ্চ হবে Mi CC9 Pro। একই সাথে লঞ্চ হবে Xiaami Watch আর Mi TV 5 সিরিজ। আজ চিনে এই প্রোডাক্টগুলি লঞ্চ করবে Xiaomi। নাম বদলে বুধবার স্পেনে Mi Note 10 লঞ্চ করবে Xiaomi।
একের পর এক টিজার প্রকাশ করে Mi CC9 Pro ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন জানিয়ে দিয়েছে Xaiomi। এই ফোনে থাকবে একটি কার্ভড ডিসপ্লে, ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
14 নভেম্বর লঞ্চ হতে পারে Mi Note 10। Xiaomi -র পোল্যান্ডের ফেসবুক পেজে এই খবর প্রকাশিত হয়েছে। অন্যদিকে চিনে এক সোশ্যাল মিডিয়া পোস্টে Xiaomi জানিয়েছে Mi CC9 Pro ফোনে থাকবে 5,260 mAh ব্যাটারি।
5 নভেম্বর লঞ্চ হবে নতুন Mi CC9 Pro। একই ইভেন্ট থেকে লঞ্চ হবে Xiaomi Watch আর Mi TV 5 সিরিজের স্মার্টটিভি। ইতিমধ্যেই নতুন ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন সামনে এনেছে Xiaomi।
Mi CC9 Pro ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকবে 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর আর 5x অপটিকাল জুম। 5 নভেম্বর চিনে এই স্মার্টফোন লঞ্চ করবে Xiaomi।
সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত একাধিক রিপোর্টে Mi CC9 Pro ফোন লঞ্চের খবর সামনে এসেছে। 5 নভেম্বর এই ফোন লঞ্চ করবে Xiaomi। Mi CC9 Pro ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা থাকবে।