Photo Credit: Weibo
আগামীকাল 5 নভেম্বর লঞ্চ হবে Mi CC9 Pro। লঞ্চের আগে এই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সামনে এসেছে। একের পর এক টিজার প্রকাশ করে Mi CC9 Pro ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন জানিয়ে দিয়েছে Xaiomi। এই ফোনে থাকবে একটি কার্ভড ডিসপ্লে, ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। থাকছে হাই রেস অডিও সাপোর্ট। Mi CC9 Pro ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi। ফোনের ভিতরে থাকছে Snapdragon 730G চিপসেট।
মঙ্গলবার চিনে লঞ্চ হবে Mi CC9 Pro। ইতিমধ্যেই চিনে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফোনের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। Mi CC9 Pro ফোনে থাকছে একটি Snapdragon 730G চিপসেট। এছাড়াও থাকছে হাই সেস অডিও সাপোর্ট।
Mi CC9 Pro ফোনের পিছনে থাকছে পাঁচটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 108 মেগাপিক্সেল ক্যামেরা। সাথে থাকছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন। থাকছে একটি 5 মেগাপিক্সেল 10x হাইব্রিড জুম ক্যামেরা। একটি 12 মেগাপিক্সেল 50 মিমি পোট্রেট ক্যামেরা, একটি 20 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স।
Mi CC9 Pro ফোনে থাকবে একটি 5,260 mAh ব্যাটারি। সাথে থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট। মঙ্গলবার ভারতীয় সময় সকাল 11 টা 30 মিনিটে চিনে Mi CC9 Pro লঞ্চ ইভেন্ট শুরু হবে।
আরও পড়ুন:
চলতি সপ্তাহে আসছে Mi Note 10, লঞ্চের আগেই দেখে নিন ক্যামেরার খুঁটিনাটি
200 টাকার কমে এই প্ল্যানগুলিতে আনলিমিটেড ভয়েস কল দিচ্ছে Airtel ও Vodafone
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন