Photo Credit: Twitter/ Xiaomi
6 নভেম্বর লঞ্চ হবে Mi Note 10। সম্প্রতি ট্যুইটারে এই ঘোষণা করেছে Xiaomi। বুধবার মাদ্রিদে এক ইভেন্টে লঞ্চ হবে Mi Note 10। এই ফোনের পিছনে থাকছে পাঁচটা ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। মঙ্গলবার চিনে লঞ্চ হবে Mi CC9 Pro। চিনের বাইরে Mi Note 10 নামে লঞ্চ হবে এই ফোন। 2017 সালে Mi Note 3 এর পরে Mi Note সিরিজে নতুন স্মার্টফোন বাজারে আসেনি। Mi Note 3 ফোনে ছিল Snapdragon 660 চিপসেট আর ডুয়াল ক্যামেরা।
Xiaomi -র অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে 6 নভেম্বর মাদ্রিদে Mi Note 10 লঞ্চ হবে। ঐ দিন মাদ্রিদে স্থানীয় সময় সকাল 11 টা 30 মিনিটে লঞ্চ ইভেন্ট শুরু হবে। সম্প্রতি এক টিজারে 14 নভেম্বর পোল্যান্ডে এই ফোন লঞ্চের খবর সামনে এসেছিল।
Welcome to the new era of smartphone cameras!
— Xiaomi #First108MPPentaCam (@Xiaomi) November 3, 2019
Join our event to reveal the world's first 108MP Penta camera.
Live stream available, stay tuned!#DareToDiscover with #MiNote10 pic.twitter.com/BiUXHH4Xdp
Mi Note 10 ফোনের ক্যামেরায় কী স্পেসিফিকেশন থাকছে? সম্প্রতি জানিয়েছে চিনের কোম্পানিটি। Xiaomi জানিয়েছে Mi Note 10 ফোনে থাকবে 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে একটি 12 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা, একটি 20 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড কাম্যরা একটি 5 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল সুপার ম্যাক্রো ক্যামেরা। কোম্পানির দাবি এটাই বিশ্বের প্রথম 108 মেগাপিক্সেল পেন্টা ক্যামেরার স্মার্টফোন।
Is 10x hybrid zoom enough for you????? #DareToDiscover with #MiNote10 pic.twitter.com/GRVVgYdORX
— Xiaomi #First108MPPentaCam (@Xiaomi) November 1, 2019
এই ফোনের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় 117 ডিগ্রি ভিউ পাওয়া যাবে। পোট্রেট তোলার জন্য এই ফোনে থাকছে একটি 12 মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়াও ম্যাক্রো তোলার জন্য আলাদা ক্যামেরা থাকছে। টেলিফটো লেন্স ব্যবহার করে 10x হাইব্রিড জুম আর 50x ডিজিটাল জুম করা যাবে।
Mi Note 10 ফোনে একটি 6.47 ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকবে। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানি MIUI 11 স্কিন। ফোনের ভিতরে থাকবে একটি 5,260 mAh ব্যাটারি আর 30W ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন