মঙ্গলবার লঞ্চ হবে Mi CC9 Pro। একই সাথে লঞ্চ হবে Xiaami Watch আর Mi TV 5 সিরিজ। আজ চিনে এই প্রোডাক্টগুলি লঞ্চ করবে Xiaomi। নাম বদলে বুধবার স্পেনে Mi Note 10 লঞ্চ করবে Xiaomi। চিনের বাই Mi Note 10 নামে বিক্রি হবে Mi CC9 Pro।
মঙ্গলবার চিনে স্থানীয় সময় দুপুর 2 টোয় (ভারতীয় সময় সকাল 11 টা 30 মিনিট) Mi CC9 Pro লঞ্চ ইভেন্ট শুরু হবে। একই ইভেন্ট থেকে লঞ্চ হবে Xiaami Watch আর Mi TV 5 সিরিজ। এই লঞ্চ ইভেন্ট সরাসরি দেখতে এখানে ক্লিক করুন।
Mi CC9 Pro ফোনে থাকছে একটি Snapdragon 730G চিপসেট। এছাড়াও থাকছে হাই সেস অডিও সাপোর্ট।
Mi CC9 Pro ফোনের পিছনে থাকছে পাঁচটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 108 মেগাপিক্সেল ক্যামেরা। সাথে থাকছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন। থাকছে একটি 5 মেগাপিক্সেল 10x হাইব্রিড জুম ক্যামেরা। একটি 12 মেগাপিক্সেল 50 মিমি পোট্রেট ক্যামেরা, একটি 20 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স।
Mi CC9 Pro ফোনে থাকবে একটি 5,260 mAh ব্যাটারি। সাথে থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট।
সম্প্রতি চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে Xiaomi Watch বা Mi Watch এর টিজার প্রকাশিত হয়েছে। সেখানে এই স্মার্টওয়াচের পাশে একটি ডিজিটাল ক্রাউন দেখা গিয়েছে। এই ডিভাইসে ডাইনামিক ওয়ালপেপার থাকবে। সাথে থাকছে রাউন্ডেড গ্লাস।
আজ Mi CC9 Pro এর সঙ্গেই চিনে লঞ্চ হবে Xiaomi Watch। এই স্মার্টওয়াচের জন্য আলাদা স্কিন তৈরি করেছে Xiaomi। Xiaomi Watch এর ভিতরে থাকছে Qualcomm Snapdragon Wear 3100 চিপসেট। কানেক্টিভিটির জন্য Xiaomi Watch এ থাকছে Wi-Fi, Bluetooth, GPS আর NFC।
এছাড়াও মঙ্গলবার Mi TV 5 সিরিজ লঞ্চ করবে Xiaomi। এই টিভিতে থাকছে HDR 10+ সাপোর্ট, 4K কোয়ান্টাম ডট স্ক্রিন, ডলবি ও ডিটিএস সাপোর্ট। টিভির ভিতরে থাকবে একটি 12nm Amlogic T972 প্রসেসর, 4GB RAM আর 64GB স্টোরেজ। Mi TV 4 এর থেকে 47 শতাংশ পাতলা Mi TV 5।
আরও পড়ুন:
108MP ক্যামেরা সহ লঞ্চ হল Mi CC9 Pro, আর কী থাকছে?
সপ্তাহের শুরুতেই সস্তা হল এই দুই Vivo স্মার্টফোন
এবার স্মার্টফোন লঞ্চ করল TikTok, চোখ ধাঁধানো ফিচারগুলি দেখে নিন
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন