নতুন স্মার্টফোন লঞ্চ করল TikTok এর প্রধান কোম্পানি ByteDance। নতুন এই স্মার্টফোনের নাম Smartisan Jianguo Pro 3। নতুন এই স্মার্টফোনের ভিতরে রয়েছে Snapdragon 855+ চিপসেট।
Smartisan Jianguo Pro 3 ফোনে থাকছে Snapdragon 855+ চিপসেট
এবার নতুন স্মার্টফোন লঞ্চ করল TikTok এর প্রধান কোম্পানি ByteDance। নতুন এই স্মার্টফোনের নাম Smartisan Jianguo Pro 3। নতুন এই স্মার্টফোনের ভিতরে রয়েছে Snapdragon 855+ চিপসেট। ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনের সফটওয়্যারে বিশেষ ফিচার যোগ করেছে ByteDance।
তিনটি রঙে চিনে লঞ্চ হয়েছে Smartisan Jianguo Pro 3। 8GB RAM + 128GB স্টোরেজে Smartisan Jianguo Pro 3 এর দাম 2,899 ইউয়ান (প্রায় 29,000 টাকা)। 8GB RAM + 256GB স্টোরেজে Smartisan Jianguo Pro 3 কিনতে 3,199 ইউয়ান (প্রায় 32,000 টাকা) খরচ হবে। এছাড়াও 12GB RAM + 256GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। টপ ভেরিয়েন্টে Smartisan Jianguo Pro 3 কিনতে 3,599 ইউয়ান (প্রায় 36,000 টাকা) খরচ হবে।
আপাতত শুধুমাত্র চিনে পাওয়া যাবে নতুন Smartisan Jianguo Pro 3। চিনের বাইরে এই ফোন কবে লঞ্চ হবে জানা যায়নি।
ডুয়াল সিম Smartisan Jianguo Pro 3 ফোনে রয়েছে একটি 6.39 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 855+ চিপসেট, 12GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।
ছবি তোলার জন্য Smartisan Jianguo Pro 3 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ফোনে থাকছে একটি 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি ক্যামেরা। সাথে থাকছে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য Smartisan Jianguo Pro 3 ফোনে থাকছে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Smartisan Jianguo Pro 3 ফোনে রয়েছে G LTE, Bluetooth v5.0, Wi-Fi a/b/g/n/ac, GPS, GLONASS, Galileo আর Wi-Fi Direct। ফোনের ভিতরে থাকছে 4,000mAh। সাথে থাকছে 18W ফাস্ট চার্জ। Smartisan Jianguo Pro 3 এর ওজন 185 গ্রাম।
আরও পড়ুন:
চলতি সপ্তাহে আসছে Mi Note 10, লঞ্চের আগেই দেখে নিন ক্যামেরার খুঁটিনাটি
লঞ্চের আগে ফাঁস হল Mi CC9 Pro ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন
স্মার্টফোন ডিজাইনে নতুন চমক! ফোল্ডেবল ডিসপ্লে নিয়ে আসছে Motorola Razr
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy S26, Galaxy S26 Ultra to Be Slimmer and Lighter Than Their Predecessors, Tipster Claims
Apple's iOS 26.2 Beta 3 Rolled Out With AirDrop Upgrades, Liquid Glass Tweaks and More