Photo Credit: ITHome
24 ডিসেম্বর চিনে লঞ্চ হবে Mi Play। ইতিমধ্যেই এই ফোনের টিজার প্রকাশ করেছে Xiaomi। নতুন এক রিপোর্টে জানা গিয়েছে Mi Play ফোন কিনলে এক বছরের জন্য মাসে 10GB ডাটা বিনামূল্যে পাওয়া যাবে। তবে কোন নির্দিষ্ট নেটওয়ার্কের গ্রাহকদের জন্য এই সুবিধা থাকবে কী না জানা যায়নি।
আরও পড়ুন: নতুন বছরে টিভি দেখার খরচ হিসাব করুন এখনই: দেখে নিন চ্যানেলের দামের তালিকা
সম্প্রতি ITHome ওয়েবসাইটে এক রিপোর্টে জানানো হয়েছে Xiaomi Mi Play ফোনের সাথে থাকবে একটি আনলিমিটেড ডাটা বান্ডেল প্যাক। এই প্যাকে প্রথম 10GB হাই স্পিড ডাটা ব্যবহার করা যাবে। এক বছর এই প্ল্যান কাজ করবে।
আরও পড়ুন: আসছে Redmi Go, নতুন কী থাকছে এই ফোনে?
আগামী 24 ডিসেম্বর চিনে লঞ্চ হবে Xiaomi Mi Play। নতুন এই গেমিং সিরিজের স্মার্টফোনে থাকবে ধামাকাদার হার্ডওয়্যার।
এই রিপোর্টে জানানো হয়েছে Xiaomi Mi Play তে থাকবে 5.84 ইঞ্চি ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। এর সাথেই থাকবে 3GB/ 4GB/ 6GB RAM। 32GB/ 64GB/ 128GB স্টোরেজ অপশানে পাওয়া যাবে Play। রিপোর্টে আরও জানানো হয়েছে 12MP প্রাইমারি ক্যামেরা সেন্সারের সাথেই এই ফোনে থাকছে 2,900 mAh ব্যাটারি।
আরও পড়ুন: Mi Pay এর হাত ধরে ভারতে ডিজিটাল পেমেন্ট দুনিয়ায় প্রবেশ করল Xiaomi
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন