মার্কিন সার্টিফিকেশান ওয়েবসাইট থেকে জানা গিয়েছে Redmi Go তে থাকবে ডুয়াল সিম, 2.4GHz Wifi আর Bluetooth 4.2 কানেক্টিভিটি। এই ফোনের ওজন 150 গ্রাম।
Redmi Go তে চলবে Android 9 Pie (Go Edition) অপারেটিং সিস্টে, থাকবে 1GB RAM।
শিঘ্রই বাজারে আসছে Redmi Go। Android Go প্রোগ্রামের অধীনে এই স্মার্টফোন লঞ্চ হবে। সম্প্রতি এক সার্টিফিকেশান ওয়েবসাইটে এই স্মার্টফোন দেখা গিয়েছে। একটি রিপোর্ট ত্যহেকে জানা গিয়েছে এই ফোনে Android 9 Pie (Go Edition) অপারেটিং সিস্টেম চলতে পারে। সার্টিফিকেশান ওয়েবসাইট থেকে জানা গিয়েছে এই ফোনের মডেল নম্বর M1903C3GG। তিনটি ওয়েবসাইটে এই ফোন দেখা গেলেও দুটি ওয়েবসাইটে এই ফোনের নাম জানানো হয়নি। তৃতীয় ওয়েবসাইট থেকে জানা গিয়েছে এই ফোনের নাম Redmi Go। এই খবর সত্যি হলে অবশেষে Android Go স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Xiaomi। প্রসঙ্গত 1GB বা তার কম RAM এর স্মার্টফোনে লেটেস্ট Android অপারেটিং সিস্টেম চালানোর জন্য Android Go অপারেটিং সিস্টেম ডিজাইন হয়েছিল।
রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের সার্টিফিকেশান ওয়েবসাইটে এই স্মার্টফোনটি দেখা গিয়েছে। এর মধ্যে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের সার্টিফিকেশান ওয়েবসাইয়টে এই ফোনের নাম জানানো না হলেও সিঙ্গাপুরের ওয়েবসাইট থেকে জানানো হয়েছে এই ফোনের নাম Redmi Go।
মার্কিন সার্টিফিকেশান ওয়েবসাইট থেকে জানা গিয়েছে Redmi Go তে থাকবে ডুয়াল সিম, 2.4GHz Wifi আর Bluetooth 4.2 কানেক্টিভিটি। এই ফোনের ওজন 150 গ্রাম।
Android Go অপারেটিং সিস্টেমের জন্য Redmi Go তে চলবে Android 9 Pie (Go Edition) অপারেটিং সিস্টে, থাকবে 1GB RAM। ভারতে 10,000 টাকার কম দামে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Nothing Phone 4a Reportedly Listed on BIS Website, Could Launch in India Soon
Oppo Find X9, Oppo Find X9 Pro Go on Sale in India for the First Time Today: See Price, Offers, Availability